কার্ডিং মেশিনের কাজ?

কার্ডিং মেশিন কি?
সুতা তৈরির ধারাবাহিকতায় একটি স্পিনিং মিলে মেশিনের ক্রমানুসারে ব্লো-রুমের পরেই যে মেশিনের অবস্থান সে মেশিনটির নাম হল কার্ডিং মেশিন।

কার্ডিং মেশিন
কার্ডিং মেশিন

কার্ডিং মেশিনের কাজ?

  • আঁশসমূহকে একক পর্যায়ে খোলা।
  • অপদ্রব্য দূর করা।
  • ডাস্ট দুর করা।
  • নেপসমূহ সোজা করা।
  • ক্ষুদ্র আঁশ দূর করা।
  • আঁশসমূহকে ব্লেন্ডিং করা।
  • আঁশসমূহকে ঘনীভূত করা।
  • স্লাইভার তৈরি করা।

আঁশসমূহকে একক পর্যায়ে খোলা কি?

ব্লো-রুম থেকে প্রাপ্ত ল্যাপের আঁশসমূহ খুলে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ ও পরবর্তীতে একক আঁশের পর্যায়ে নিয়ে আসে। যাতে করে পরবর্তী মেশিনসমূহ সহজেই উন্নতমানের সুতা উৎপাদনের লক্ষ্যে ড্রাফটিং করে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে আনতে পারে। 

অপদ্রব্য দূর করা কি?

কার্ডিং মেশিন থেকে আঁশসমূহ চলে যাবার পর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ যে পরবর্তী মেশিন যেন অপদ্রব্য মুক্ত ভাল আঁশ গ্রহণ করতে পারে। কাজেই কার্ডিং মেশিনের ব্লো-রুম থেকে প্রাপ্ত ল্যাপের মধ্যে অবস্থিত সমস্ত অপদ্রব্যই দূর করা উচিত। একটি আধুনিক কার্ডিং মেশিনের খুব ভাল অপদ্রব্য দূর করতে পারে। আধুনিক কার্ডিং মেশিনে অপদ্রব্য দূর করার হার ৪০%-৯৫% হয়।

ডাস্ট দুর করা কি?

কার্ডিং মেশিন হল একটি ভাল ওপেনিং ও ক্লিনিং মেশিন। এটি আঁশের সাথে সংযুক্ত সমস্ত বড় ও ছোট ডাস্টগুলো আঁশ থেকে আলাদা করে। আঁশ থেকে ডাস্ট আলাদা হবার পর বিভিন্ন অপদ্রব্য হিসেবে দূর করা হয়। 

নেপসমূহ সোজা করা কি?

কার্ডিং মেশিন নেপসসমূহ দূর করে ব্লো-রুম থেকে তৈরিকৃত কিছু নেপস দূর হয় এবং বাকি সমস্ত নেপসই কার্ডিং এর ওয়্যার দ্বারা সোজা হওয়ার চেষ্টা করে।

নিম্নলিখিত কারণে নেপস খুলে আঁশসমূহ সোজা হয়ঃ
  • দুটি পৃষ্ঠের মধ্যে কাছাকাছি সেটিং হলে
  • ওয়্যার তীক্ষ্ণ হলে
  • টেকার-ইনের গতি কম না হলে
  • ডফারের গতি কম হলে

ক্ষুদ্র আঁশ দূর করা কি?

কার্ডিং মেশিনে কার্ডি ও স্ট্রিপিং এর মাধ্যমে ক্ষুদ্র আঁশসমূহ দূর হয়। সাধারণত কার্ডিং মেশিনের যে ক্ষুদ্র আঁশ দূর করা হয় তার পরিমাণ ১% এর নিচে।

আঁশসমূহকে ব্লেন্ডিং করা কি?

কার্ডিং মেশিন লং টার্ম ব্লেন্ডিং ও মিক্সিং করে থাকে। সিলিন্ডারের ঘূর্ণনের ফলে আঁশসমূহ একটি অপরটির সঙ্গে খুব ভালভাবে মিশে যায়।

আঁশসমূহকে ঘনীভূত করা কি?

কার্ডিং মেশিন আঁশসমূহকে সমান্তরাল করে। কার্ডিং মেশিন স্লাইভার তৈরীর পূর্বে সমান্তরাল করা আঁশসমূহকে পাশাপাশি সাজিয়ে লম্বালম্বিভাবে ঘনীভূত করে। যার ফলে পরবর্তীতে সহজেই সমান্তরাল আঁশের স্লাইভার তৈরি করা সম্ভব হয়। 

স্লাইভার তৈরি করা কি?

সর্বশেষে কার্ডিং মেশিন সুষম, সমান্তরাল রোপ আকারে স্লাইভার তৈরি করে। ফলে পরবর্তী মেশিনে ফিড করতে ও প্রক্রিয়াজাত করে উন্নত সুতা তৈরিতে সহজতর হয়। 
Next Post Previous Post