গার্মেন্টস মেশিন পরিচিতি?

লক স্টিচ মেশিন (Lock Stitch Machine) কি?
যে মেশিনে এক থেকে দুইটি নিডেল ব্যবহার করে কাপড় সেলাই করা হয় তাকে লক স্টিচ মেশিন বলে।

লক স্টিচ মেশিন
লক স্টিচ মেশিন

লক স্টিচ মেশিনের বৈশিষ্ট্য?

  • লক স্টিচ মেশিন  হল এক নিডেল বা দুই নিডেল বিশিষ্ট প্লেন সেলাই মেশিন।
  • ওভেন কাপড় (Woven cloth) দিয়ে পোশাক তৈরি করার ক্ষেত্রে এ মেশিন সব থেকে বেশি ব্যবহার করা হয়।
  • লক স্টিচ মেশিনের গতি সাধারণত ১,৫০০ থেকে ৫,৫০০ এসপিএম (Stitches per minute) পর্যন্ত হয়ে থাকে।
  • জুকি কোম্পানির (DDl – 5500) মডেলের মেশিনটি সর্বোচ্চ ৫ মিমি. দৈর্ঘ্যবিশিষ্ট স্টিচ তৈরি করে।
  • ডিজিটাল মেশিনের মধ্যে কিছু কিছু মেশিনে সেলাই সুতা কাটা এবং লক স্টিচ মেশিনে অটোমেটিক ববিন ওয়াইন্ডিং এর ব্যবস্থা রয়েছে।
  • লক স্টিচ মেশিন পরিচালনা করা অনেক সহজ।
  • কিছু কিছু লক স্টিচ মেশিনে সেলাইয়ের পূর্বে কাপড়ের প্রান্ত কাটার ব্যবস্থাও আছে।
জিগজ্যাগ স্টিচিং মেশিন
জিগজ্যাগ স্টিচিং মেশিন

জিগজ্যাগ স্টিচিং মেশিন কি?

যে মেশিনে সাধারণত ১টি নিডেল থাকে এবং দুটি সুতার সাহায্য স্টিচ উৎপন্ন করা হয় তাকে জিগজ্যাগ স্টিচিং মেশিন বলে।

জিগজ্যাগ স্টিচিং মেশিনের বৈশিষ্ট্য?

  • জিগজ্যাগ স্টিচিং মেশিন হল মূল লক স্টিচ সেলাই মেশিনের একটি বিশেষ সংস্করণ। আর এ মেশিনে সাধারণত ১টি নিডেল থাকে এবং দুটি সুতার সাহায্য স্টিচ উৎপন্ন করে। 
  • জিগজ্যাগ মেশিন ইলাস্টিক, টেপ, ব্রেড ইত্যাদি জোড়া লাগানোর জন্য  ব্যবহার করা হয়।
  • নিডেল থ্রো বা জিগজ্যাগ স্টিচের প্রস্থ ৫ থেকে ১০ মিমি পর্যন্ত তৈরি করা যেতে পারে। এছাড়া স্টিচ লেংথ সাধারণত ২ থেকে ২.৫ মিমি পর্যন্ত করা যায়। 
  • এ মেশিন প্রধানত কাপড়ের এজ স্টিচিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে কখনো কখনো ডেকরেটিভ টপ স্টিচিং এর জন্য জিগজ্যাগ মেশিন ব্যবহার করা হয়। 
  • এ মেশিনের সর্বোচ্চ গতি ৫৫০০ এসপিএম (Stitches per minute) পর্যন্ত হয়ে থাকে।
ওভারলক মেশিন
ওভারলক মেশিন

ওভারলক মেশিন কি?

যে মেশিনে একটি বা দুটি নিডেল থাকে তাকে ওভারলক মেশিন বলে।

ওভারলক মেশিনের বৈশিষ্ট্য?

  • ওভারলক মেশিনে কাপড় সেলাইয়ের জন্য ২ থেকে ৫টি পর্যন্ত সুতা ব্যবহার করা হয়। 
  • ওভারলক মেশিনে একটি অথবা দুটি নিডেল থাকে।
  • এ মেশিনে নিডেলের সামনে স্বয়ংক্রিয়ভাবে কাপড় কাটার জন্য নাইফের ব্যবস্থা আছে। 
  • এ মেশিন দ্বারা সেলাইতে স্টিচ লেংথ সর্বোচ্চ ৪ মিমি পর্যন্ত করা হয়ে থাকে। 
  • এ মেশিনে পুশ বাটনের সাহায্যেও স্টিচ লেংথ পরিবর্তন করা যায়। 
  • নিটেড কাপড় ও ওভেন কাপড় সেলাইয়ের জন্য এ মেশিন ব্যবহার করা হয়।
  • এ মেশিনে স্টিচ পার মিনিট সাধারণত ৬৫০০ থেকে ৮৫০০ (SPM) পর্যন্ত হয়। 
চেইন স্টিচ মেশিন
চেইন স্টিচ মেশিন

চেইন স্টিচ মেশিন কি?

যে মেশিনে বিভিন্ন প্রকার ফিড মেকানিজম অন্তর্ভুক্ত করে একাধিক নিডেল ব্যবহার করা হয় তাকে চেইন স্টিচ মেশিন থাকে।

চেইন স্টিচ মেশিনের বৈশিষ্ট্য?

  • এ মেশিনে এক বা একাধিক নিডেল ব্যবহার করা হয়ে থাকে।
  • এ ধরনের মেশিনে বিভিন্ন প্রকার ফিড মেকানিজম সংযুক্ত থাকে।
  • এ মেশিনের স্টিচ পার মিনিট (SPM) ১৮০০ থেকে ৬০০০ পর্যন্ত হয়ে থাকে। 
  • এ ধরনের মেশিনের স্টিচের দৈর্ঘ্য ১.৪ থেকে ৪.৫ মি.মি পর্যন্ত তৈরি করা যায়।
  • কিছু কিছু চেইন স্টিচ মেশিনে অটোমেটিক থ্রেড ট্রিমারের ব্যবস্থা আছে।
  • জিন্স কাপড় সেলাই করার জন্য চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। 
  • তবে সাধারণত নিটেড কাপড়ের জন্য চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। 
ফ্লাট লক মেশিন
ফ্লাট লক মেশিন

ফ্ল্যাট লক মেশিন কি?

যে সেলাই মেশিনে ৪টি পর্যন্ত নিডেলের ব্যবহার করা হয় তাকে ফ্ল্যাট লক মেশিন বলে।

ফ্ল্যাট লক মেশিনের বৈশিষ্ট্য?

  • এ ধরনের সেলাই মেশিনে ৪টি পর্যন্ত নিডেলের ব্যবহার দেখা যায়। 
  • এ মেশিনে ৪ থেকে ৯টি পর্যন্ত সুতা ব্যবহার করে স্টিচিং করা হয়ে থাকে।
  • নিটেড কাপড় সেলাই করার জন্য এ মেশিন ব্যবহার করা হয়। তবে ওভেন কাপড়ের পোশাক তৈরিতেও এ মেশিনে ব্যবহার করা হয়ে থাকে।
  • এ মেশিনে কাপড় সেলাই করতে সবচেয়ে বেশি পরিমাণে সুতা দরকার হয়। উদাহরণস্বরুপ বলা হয় যেমনঃ এ মেশিনে ১ ইঞ্চি সেলাই করার জন্য ৩২ ইঞ্চি পর্যন্ত সুতার দরকার হয়।
ব্লাইন্ড স্টিচ মেশিন
ব্লাইন্ড স্টিচ মেশিন

ব্লাইন্ড স্টিচ মেশিন কি?

যে মেশিনে কাপড় সেলাই করলে কাপড়ের বা পোশাকের সামনের হতে সেলাই দেখা যায় না তাকে ব্লাইন্ড স্টিচ মেশিন বলে।

ব্লাইন্ড স্টিচ মেশিনের বৈশিষ্ট্য?

  • এ মেশিনে স্টিচের দৈর্ঘ্য ৩ থেকে ৮ মিমি পর্যন্ত করা যায়।
  • ব্লাইন্ড স্টিচ মেশিনে কাপড় বা পোশাকের সম্মুখদিক হতে সেলাই দেখা যায় না।
  • এ মেশিনে স্টিচ তৈরি করতে সাধারণত একটি সুতা ব্যবহার করা হয়। তবে দুটি সুতার সমন্বয়ে ব্লাইন্ড স্টিচ করা হয়।
  • এ মেশিনে সাধারণত বক্র নিডেল ব্যবহার করা হয়। যাতে কাপড়ের মধ্যে আংশিকভাবে ভেদ করতে পারে।
  • ব্লাইন্ড স্টিচ মেশিনের গতি ২৫০০ এসপিএম হয়ে থাকে। 
  • এ মেশিন হেমিং ও ফেসিং অ্যাটাচ করার জন্য বেশি পরিমাণে ব্যবহার করা হয়। 
Next Post Previous Post