মার্কার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর?

মার্কার কি?

মার্কার বলতে একখণ্ড কাগজকে বুঝায়। যার উপর একটি পোশাকের প্রয়োজনীয় সকল সাইজের প্যাটার্নসমূহ এমনভাবে অঙ্কন করা হয়। যাতে করে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয়।

মার্কার
মার্কার

মার্কার প্রস্তুতকারী কাজের দক্ষতা কিভাবে নির্ধারণ করা যায়?

মার্কার প্রস্তুতকারী কাজের দক্ষতা মার্কারের দক্ষতা (Marker efficiency) দ্বারা নির্ভর করে।

মার্কারের দক্ষতা যদি বেশি হয় তবে কাপড়ের অপচয় কি রকম হবে?

মার্কার এর দক্ষতা বেশি হলে কাপড়ের অপচয় কম হবে।

মার্কার তৈরি করার জন্য প্রথমে কি নির্ণয় করতে হয়?

প্রস্থ।

মার্কার তৈরিতে বাঁধাগুলো লেখ?

  • গ্রেইন লাইন
  • কাপড়ের বৈশিষ্ট্য
  • পোশাকের ডিজাইনে বৈশিষ্ট্য
  • কাপড় কাটার মান
  • প্রোডাকশন প্লানিং ইত্যাদি।

মার্কারের বাইরে কাপড়ের কি কি অপচয় হয়?

  • কাপড়ের প্লাই এর প্রান্ত অপচয়
  • কাপড়ের প্রান্ত অপচয়
  • কাপড়ের পাড়-অপচয়
  • কাপড়ের ক্রয় ঘাটতি অপচয় ইত্যাদি।

যে সকল কাপড়ের উভয় পার্শ্বে একই রকম দেখায় তাকে কী কাপড় বলে?

সিমেট্রিক্যাল (Asymmetrical) কাপড় বলে।

যে সকল কাপড়ের উভয় পার্শ্বে ভিন্ন রকম দেখায় তাকে কী কাপড় বলে?

এসিমেট্রিক্যাল (Asymmetrical) কাপড় বলে।

মার্কার তৈরির পদ্ধতিগুলো?

মার্কার দুইভাবে তৈরি করা যায়ঃ
  • কায়িক মার্কার তৈরির পদ্ধতি এবং
  •  কম্পিউটারের সাহায্যে মার্কার তৈরির পদ্ধতি

মার্কারের দক্ষতা কাকে বলে?

একটি মার্কারের ক্ষেত্রফলের সাপেক্ষে উক্ত মার্কারের মধ্যস্থ প্যাটার্নসমূহ কতটুকু ক্ষেত্রফল দখল করে তাকে শতকরা হারে প্রকাশ করাকে মার্কারের দক্ষতা বলে।

মার্কারের দক্ষতার সূত্র কি?

মার্কারের দক্ষতার সূত্রঃ
মার্কারের দক্ষতা = (মার্কারের মধ্যে প্যাটার্ন সমূহের ক্ষেত্রফল ÷ মার্কার এর ক্ষেত্রফল × ১০০)।

কাপড়ের ধরণ ও রং অনুসারে মার্কার কত প্রকার এবং কি কি?

কাপড়ের ধরণ ও রং অনুযায়ী মার্কার চার প্রকারঃ
  • ওয়ান ওয়ে মার্কার
  • ওয়ান ওয়ে ওয়ান সাইড মার্কার
  • চেক মার্কার
  • গ্রুপিং মার্কার

মার্কার তৈরির দুটি উদ্দেশ্য লিখ?

কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।
অল্প লোক দিয়ে অধিক পরিমাণ কাপড় কাটা যায়।

প্ল্যানিমিটারের কাজ কি?

মার্কারের মধ্যে প্যাটার্নসমূহ দ্বারা কতটুকু ক্ষেত্রফল আবৃত হয়, তা নির্ধারণ করাই প্ল্যানিমিটারের কাজ।

কত সালে রং স্প্রে করে মার্কার উদ্ভাবন করা হয়?

১৯৫০ সালে।

পাড়ের কাপড় হিসাবে শতকরা কতটুকু বাদ দিতে হয়?

২%-৩% বাদ দেওয়া যায়।

কাপড়ের টানার দিকে যে লাইন প্রকাশ করা হয় তাকে কী বলা হয়? 

গ্রেইন লাইন (Grain line)বলে।

কয় পদ্ধতিতে মার্কার কীভাবে তৈরি করা হয় ও কি কি?

সাধারণত দুই পদ্ধতিকে মার্কার তৈরি করা হয়ঃ
  • পূর্ণ আকৃতি প্যাটার্ন সহকারে
  • ছোট আকৃতি প্যাটার্ন সহকারে 

ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে মার্কার তৈরিতে কি কি লাগে?

ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে মার্কার তৈরিতে কম্পিউটার স্ক্রিন, কী-বোর্ড, লাইন পেন, পেন্সিল ইত্যাদি।

পেনটোগ্রাফ এর কাজ কি?

পেনটোগ্রাফ দ্বারা তৈরি ছোট আকৃতির প্যাটার্নসমূহ সাধারণ প্লাস্টিক শীট বা মোটা ও শক্ত কাগজের উপর পূর্ণদৈর্ঘ্যের প্যাটার্নসমূহকে ১/৫ অংশ স্কেলে ছোট করা।

মার্কারের দক্ষতার হেতু বা বিষয়সমূহ লেখ?

  • মার্কার প্রস্তুতকারী
  • মার্কারের দৈর্ঘ্য
  • মার্কার প্রস্থ
  • পোশাকের সাইজ
  • পোশাকের ধরন
  • কাপড়ের বৈশিষ্ট্য 
  • প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং
Next Post Previous Post