তাঁতের বিভিন্ন অংশের নাম?

তাঁত কি?

যে যন্ত্রে দুই বা ততোধিক সারির সুতা লম্বালম্বি এবং আড়াআড়িভাবে স্থাপন করে বুননের কাজ সম্পন্ন করা হয় তাকে তাঁত বলে।
তাঁত
তাঁত

তাঁতের বিভিন্ন অংশের নাম?

তাঁতের বিভিন্ন অংশের নামগুলো হলঃ
  • ওয়ার্প সুতা
  • ব্যাক রেস্ট
  • ড্রপ ওয়ার
  • হিল্ড স্যাফট
  • রিড
  • শাটল
  • শেড 
  • ফ্রন্ট রেস্ট
  • টেক আপ রোলার
  • ক্লথ বীম
  • ফেল অব দ্যা ক্লথ
  • স্লে
  • উইভার্স বীম
  • ওয়ার্প সুতা
  • ব্যাক রেস্ট
  • ড্রপ ওয়ার
  • হিল্ড স্যাফট
  • রিড
  • শাটল
  • শেড 
  • ফ্রন্ট রেস্ট
  • টেক আপ রোলার
  • ক্লথ বীম
  • ফেল অব দ্যা ক্লথ
  • স্লে অথবা লে

ক্লথ বীম (Cloth beam)

ইহাকে ক্লথ রোলারও বলা হয়। বুনানো কাপড় ক্লথ রোলারে জড়ানো হয়। ইহা ফ্রন্ট রেস্টের নিচে বসানো থাকে। 

হিল্ড স্যাফট (Heald Shaft)

তাঁতের এই অংশ শেডিং মেকানিজম এর সাথে জড়িত। ইহা সাধারণত কাঠ ও অ্যালুমিনিয়াম এর মতো মেটালের তৈরি। ইহাতে কতগুলো হিল্ড ওয়ার থাকে যার মাঝামাঝি হিল্ড আই থাকে। হিল্ড আই এর মধ্যে দিয়ে ওয়ার্প সুতা টানা হয়। হিল্ড স্যাফটকে হিল্ড ফ্রেম অথবা হিল্ড স্টাভও বলা হয়।

ডিজাইনের রিপিট অনুযায়ী ড্রাফটিং এ কতগুলো ঝাঁপ বা হিল্ড স্যাফট ব্যবহার হবে তার উপর নির্ভর করে তাঁতে হিল্ড রাখা হয়। ডিজাইন ফুটিয়ে তোলার জন্য হিল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

স্লে অথবা লে (Sley or lay)

ইহা সাধারণত কাঠের তৈরি। রেস বোর্ড, রিড, রিড ক্যাপ, ধাতুর তৈরির সোর্ড ইত্যাদি স্লে এর সাথে সংযুক্ত। স্লেটি সামনে পিছনে মুভ করে। স্লে রিডকে সাথে নিয়ে পড়েনকে ফেল অব দ্যা ক্লথ এর পৃষ্ঠে লাগিয়ে দিয়ে কাপড় বুননে সহায়তা করে।

রিড (Read)

স্লে এর সাথে রিড ক্যাপের মাধ্যমে ধাতুর কম্ব সমৃদ্ধ অংশই রিড। ঝাঁপের পূর্বেই রিডের অবস্থান কতগুলো ওয়ারের সমষ্টিই রিড এবং প্রতি দুটি ওয়ারের মাঝের ফাঁকা অংশসমূহকে ডেন্ট বলে। প্রতিটি ডেন্টে একটি করে টানা সুতা টানা হয়। 

তবে সাধারণত প্রতিটি ডেন্টে দুইটি সুতা টানা হয়। সাধারণত প্রতি দুই ইঞ্চিতে যতটি ডেন্ট থাকে তাই রিড কাউন্ট। রিড পড়েন সুতাকে তৈরিকৃত কাপড়ের ফেল অব দ্যা ক্লথ এর পৃষ্ঠে লাগিয়ে দেয়। এভাবে একটার পর একটা পড়েন সুতা দ্বারা কাপড় তৈরি হয়।

ব্যাক বীম (Back beam)

ব্যাক বীমকে ব্যাক রেস্টও বলা হয়। ইহা উইভার্স বীমের উপর বসানো থাকে। ইহা দৃঢ় অথবা ভাসমান অবস্থায় লুম ফ্রেমের সাথে আটকানো থাকে। ইহা সাধারণত টানা সুতার গাইড হিসেবে কাজ করে।

শাটল (Shuttle)

ইহা মূলত পড়েন সুতা বহন করার জন্য ব্যবহার করা হয়। ঝাঁপগুলো দ্বারা সেড গঠন করার পর সেড এর মধ্য দিয়ে পড়েন সুতাকে এক বক্স থেকে অন্য বক্সে শাটল বহন করে নিয়ে যায়। অর্থাৎ সেড এর মধ্যে একটি পিক রেখে যায় কাপড় বুননের সহায়তা করে। সাধারণত শাটল এর ওজন ০.৪৫ কেজি।

টেম্পল (Temple)

রিডের মধ্যে টানা সুতার যে বহর থাকে, কাপড় তৈরি হবার পর ফেল অব দ্যা ক্লথের পরে সেই বহর বজায় রাখার জন্য কাপড়ের দুই প্রান্তে ধাতুর তৈরি গ্রিপার দ্বারা ধরে রাখার জন্য যে মেকানিজম ব্যবহার করা হয় তাই টেম্পল। তাঁতে টেম্পল ব্যবহার না করলে কাপড়ের বহর কমে যেতে পারে অথবা দুপ্রান্তের কাপড়ের পাড় বরাবর টানা সুতাগুলো ছিঁড়ে যেতে পারে। 

পিকার (Picker)

চামড়া বা সিনথেটিক সামগ্রী দ্বারা তৈরি ছোট একটি পিকার বা শাটলকে এক বক্স থেকে অন্য বক্সে থ্রো করতে সহায়তা করে। ইহা স্পিন্ডল অথবা শাটল বক্সের গ্রুপের মধ্যে অবস্থান করে। শাটল বক্স প্রবেশ করা কালীন সময়ে ইহা শাটলের গতিও কমিয়ে দেওয়ার কাজ করে থাকে। 

ওয়ার্প বীম (Warp beam)

ওয়ার্প বীমকে উইভার্স বীমও বলা হয়। ইহা সাধারণত তাঁতের পিছনের অংশে বসানো হয়। নির্দিষ্ট সংখ্যক ও নির্দিষ্ট দৈর্ঘ্যের টানা সুতা ওয়ার্প বীমে জড়ানো থাকে। ওয়ার্প বীমের টানা সুতার দৈর্ঘ্য ১০০০ মিটারের বেশি থাকে। 

শাটল বক্স (Shuttle box)

ইহা কাঠের তৈরি একটি হাউজিং যাতে শাটল অবস্থান করে। শাটল বক্সের মধ্যে ১টি স্পিন্ডেল ও একটি পিকার থাকে। স্লে এর সাথে রেস বোর্ডের সমতলে উভয় পার্শ্বে দুটি শাটল বক্স থাকে৷ কাপড় বুননের সময় শাটল এক বক্স থেকে অন্য বক্সে চলাচল করে।
Next Post Previous Post