ফেব্রিক কি | Fabric কত প্রকার ও কি কি

ফেব্রিক্স অর্থ কি?

Fabric অর্থ হল বস্ত্র, কাঠামো, কারিগরি ও অট্টালিকা ইত্যাদি। 

ফেব্রিক কি?

আঁশকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইয়ার্ণ বা সুতা দ্বারা তৈরি করা হয়। আর সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা এবং পড়েন সুতার পরস্পর বন্ধনী দিয়ে, লুপের সাহায্যে আঁশকে জমাট বাঁধিয়ে ফেব্রিক উৎপন্ন করা হয়।

ফেব্রিক কিভাবে তৈরি হয়?

ফেব্রিক ইয়ার্ণ থেকে উইভিং, নিটিং, মেল্টিং ও ফেল্টিং প্রভৃতি পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তবে ফেব্রিক উৎপাদনে উইভিং ও নিটিং উভয় পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় হিসাবে গন্য করা হয়। তাছাড়া এই সব প্রক্রিয়ায় উৎপাদিত ফেব্রিক হচ্ছে গ্রে ফেব্রিক যা সাদা রঙের হয়ে থাকে।

আর এই গ্রে ফেব্রিক ডাইং প্রক্রিয়ার মাধ্যমে রং করা হয়ে থাকে। পরবর্তীতে প্রিন্টিং এর মাধ্যমে ফেব্রিকে নির্দিষ্ট স্থানে ডিজাইন করা হয়। পরিশেষে কাপড়টিকে ফিনিশিং প্রক্রিয়ায় মাধ্যমে প্রসেস সমাপ্ত করা হয়।

উৎসের উপর ভিত্তি করে ফেব্রিক কত প্রকার ও কি কি?

ফেব্রিক তৈরির কাঁচামাল বলতে ফাইবার কিংবা আঁশ বুঝায়। আর এই ফাইবার যে সকল উৎস থেকে পাওয়া যায় তার উপর ভিত্তি করেই ফেব্রিককে দুইভাগে ভাগ করা যায়ঃ
  • প্রাকৃতিক ফাইবার
  • কৃত্রিম ফাইবার

প্রাকৃতিক ফাইবার কি?

এই জাতীয় ফাইবার উদ্ভিদ ও প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়। যেমনঃ কটন, সিল্ক, লিনেন ইত্যাদি।

কৃত্রিম ফাইবার কি? 

পলিস্টার জাতীয় ফেব্রিক কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি করা হয়।

ফেব্রিক কত প্রকার ও কি কি?

ফেব্রিককে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ঃ
  • নীটেড ফেব্রিক
  • ওভেন ফেব্রিক
  • নন-ওভেন ফেব্রিক
নীটেড ফেব্রিক
নীটেড ফেব্রিক

নীটেড ফেব্রিক কি?

নিডেলের সাহায্যে ইয়ার্ন বা সুতা  দ্বারা লুপ তৈরি করে লুপের ইন্টারমেশিং করার পর যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাকে নীটেড ফেব্রিক বলে।
ওভেন ফেব্রিক
ওভেন ফেব্রিক

ওভেন ফেব্রিক কি?

টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মধ্য দিয়ে যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাকে ওভেন ফেব্রিক বলে।

নন ওভেন ফেব্রিক কি?

টেক্সটাইল ফাইবার যেমনঃ প্লাস্টিক ফিল্ম, ফোমস্তর, ধাতব ফায়েল ইত্যাদি রাসায়নিক বা যান্ত্রিক বন্ড করে যে ফেব্রিক তৈরি করা হয় তাকে নন ওভেন ফেব্রিক বলে।

ফেব্রিক তৈরির কৌশলের উপর ভিত্তি করে ফেব্রিক কত প্রকার ও কি কি?

ফেব্রিক তৈরির কৌশলের উপর ভিত্তি ফেব্রিককে চার ভাগে ভাগ করা যায়ঃ
  • ওভেন (Woven) ফেব্রিক
  • নিটেড (Knitted) ফেব্রিক
  • ব্র্যাইডেড (Braided) ফেব্রিক
  • নন ওভেন (Non-Woven) ফেব্রিক

কয়েকটি ওভেন ফেব্রিককের নাম?

কয়েকটি উভেন ফেব্রিককের নাম হল পপলিন,ভয়েল, সাটিন, সাঢ়ীন, ক্যানভাস, ফ্লানেল, টুইল ইত্যাদি।

কয়েকটি নীট ফেব্রিকের নাম?

কয়েকটি নীট ফেব্রিকের নাম হল সিঙ্গেল জার্সি, অল ওভার প্রিন্ট, ইয়ার্ন ডাইড, গ্রে-মেলাঙ্গে সিঙ্গেল জার্সি, লিকরা ‍সিঙ্গেল জার্সি, লিকরা রীব,পোলার ফ্লিস, মেশ ফেব্রিকস, ইন্টারলক, স্লাব ফেব্রিক, বার্ন আউট ফেব্রিক, টেরি জার্সি, ফ্লিস ওয়ান সাইড ব্রাশ, রীব, পিক বা ল্যাকাউস্ট ইত্যাদি। 
Next Post Previous Post