 |
কাপড়ের ফেইস ও ব্যাক সাইড |
কিভাবে কাপড়ের উপর ও নিচের দিক নির্ণয় করা হয়?
কাপড়ের উপরের দিক নির্ণয় করলেই, অপর পার্শ্ব নিচের দিক অর্থাৎ ব্যাক সাইড হবে। কাপড়ের ফেইস সাইড নির্ণয়ের জন্য
নিচের বিষয়গুলো বিবেচনায় আনতে হবেঃ- ব্যাক সাইডের তুলনায় কাপড়ের ফেইস সাইড অর্থাৎ উপরের দিক চকচকে দেখায়।
- সাধারণত কাপড়ের যেদিক ভাল ও চকচকে দেখায় সেইদিককে উপরের দিক হিসেবে বিবেচনা করতে হয়।
- কাপড়ের উপরের পার্শ্বে ডিজাইন খুব পরিষ্কারভাবে ফুটে উঠে।
- কাপড়ের উপরের পার্শ্বে হেয়ারিনেস কম থাকে।
- কাপড়ের উপরের পার্শ্ব খুবই মসৃণ হয়।
- গ্রে কাপড়ের জন্য সাধারণত ব্যাক সাইডের সুতাগুলো কিছুটা চ্যাপ্টা দেখায়।
- টুইল কাপড়ের ক্ষেত্রে রেখার ভাসা ফেইস সাইডে স্পর্শ দেখায়।
- গ্রে কাপড়ের জন্য ফেইস সাইডে এ কাপড়ের আলগা সুতা বেশি থাকে।
- মূল ডিজাইনটি কাপড়ের উপরের পার্শ্বে ভেসে উঠে।