কারখানা গৃহ নির্বাচনের উপাদানসমূহ?

কারখানা গৃহ নির্বাচনের উপাদানসমূহ?

কারখানা গৃহ একতলা না বহুতলবিশিষ্ট হবে তা নির্ভর করেঃ
  • উৎপাদিত দ্রব্যের প্রকৃতি
  • যন্ত্রপাতির ওজন
  • যন্ত্রপাতির আকার
  • ভূমিকা প্রকৃতি প্রাপ্তব্যতা ও মূল্য
  • যন্ত্রপাতি ও কাঁচামাল পরিবহন
  • উৎপাদন পদ্ধতি
  • আলো বাতাস উঞ্চতা ও আর্দ্রতা
  • অগ্নিনিবারক ব্যবস্থা ইত্যাদি৷

উৎপাদিত দ্রব্যের প্রকৃতি

উৎপাদিত দ্রব্যের প্রকৃতি নির্ভর করে কারখানা গৃহ একতলা হবে না বহুতলাবিশিষ্ট হবে৷ হালকা পাতলা উৎপাদিত দ্রব্যের জন্য বহুতলবিশিষ্ট কারখানা গৃহ ব্যবহার করা যেতে পারে৷ ভারী পন্যের জন্য একতলা কারখানা গৃহ উপযোগী৷

ভুমিকা প্রকৃতি প্রাপ্তব্যতা ও মূল্য

ভূমি যদি নরম হয় তাহলে বহুতলবিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করা ব্যয়সাপেক্ষ হয়৷ এতে ভিত্তি খরচ বেশি পড়ে যায়৷ ভূমি দুষ্প্রাপ্য হলে এবং এর মূল্য ও খাজনা বেশি হলে বহুতলবিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করে অল্প জায়গায় অধিক যন্ত্রপাতির স্থান সংকুলানের ব্যবস্থা করা যায়৷

আলো বাতাস উঞ্চতা ও আর্দ্রতা

 বাতাসের প্রয়োজন বেশি হলে একতলা গৃহ নির্মাণ করা উচিত৷ একতলা গৃহে অধিক সংখ্যক জানালা দরজা নির্মাণ করে এবং এমনকি ছাদের আলো ও বাতাস আসার ব্যবস্থা করা যায়৷ 
কারখানা
কারখানা
আর্দ্র আবহাওয়া বয়ন শিল্পের জন্য বেশি উপযোগী৷ একতলা গৃহে প্রাকৃতিক আর্দ্র ও উষ্ণ আবহাওয়া সহজেই প্রবেশের ব্যবস্থা করা যায়৷

উৎপাদন পদ্ধতি

উৎপাদন যেখানে কতিপয় প্রক্রিয়ায় বিভক্ত সেখানে অল্প জায়গায় বহুতলবিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করে এক এক প্রক্রিয়ার কার্যাবলির জন্য এক এক তলা ব্যবহার করা যায়৷ অনেক সময় উপর তলায় অফিস স্থাপন করা যেতে পারে৷

যন্ত্রপাতির ওজন

যন্ত্রপাতির ওজনের উপর ভিত্তি করে কারখানা গৃহ বহুতলাবিশিষ্ট হবে না একতলাবিশিষ্ট হবে তা বিবেচনা করা যায়৷ যন্ত্রপাতি ভারী হলে বহুতলবিশিষ্ট দালানে যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয় না

যন্ত্রপাতির আকার আকৃতি

যন্ত্রপাতির আকার আকৃতি বড় হলে একতলাবিশিষ্ট কারখানা গৃহ নির্মাণ করা উচিত৷

যন্ত্রপাতি ও কাঁচামাল পরিবহন

যন্ত্রপাতি ও কাঁচামাল পরিবহনের সুবিধার জন্য একতলা গৃহ বেশি উপযোগী৷ তবে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহারে হালকা জিনিসপত্র উপর হতে নিচে কম খরচে পরিবহন করা যায়। এ ধরনের ক্ষেত্রে বহুতলা কারখানা নির্মাণ করা যেতে পারে৷

অগ্নিনুরোধক ব্যবস্থা

যে সমস্ত কারখানা অগ্নিনিরোধক ব্যবস্থা অত্যাবশ্যক সে সমস্ত ক্ষেত্রে অগ্নি সংযোগের বিপক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে একতলা কারখানা গৃহ নির্মাণ বিশেষ উপযোগী৷ এ ছাড়া যে সমস্ত শিল্পকারখানার সম্প্রসারণের ব্যবস্থা রাখার প্রয়োজন সে সমস্ত কারখানা গৃহ একতলা হওয়াই বাঞ্ছনীয় কারণ কম খরচে একতলা গৃহ সম্পসারণ করা যায়৷

উৎপাদন প্রক্রিয়া ও যন্ত্রপাতি বিন্যাসের ক্ষেত্রে যেখানে নমনীয়তা আবশ্যক সেখানে একতলা কারখানা গৃহ নির্মাণ করে উৎপাদন প্রক্রিয়াকরণ ব্যয় কম করতে হবে৷ এক্ষেত্রে একতলা কারখানা গৃহ নির্মাণ গ্রহণযোগ্য৷ 
Next Post Previous Post