ডাইরেক্ট ডাই এর শোষণ?

ডাইরেক্ট ডাই এর শোষণ?

Direct dye এর absorption এর হার নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করেঃ
  • pH এর প্রভাব
  • তাপমাত্রার প্রভাব
  • সময়ের প্রভাব
  • ইলেকট্রোলাইটের প্রভাব
  • ঘনত্বের প্রভাব
  • দ্রব্য ও লিকারের অনুপাতের প্রভাব

pH এর প্রভাব

প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ডাইরেক্ট ডাই নিরপেক্ষ দ্রবণ (pH = ৭) প্রয়োগ করা হয়৷ এক্ষেত্রে এসিড যোগ করলে কোন সুবিধা পাওয়া যায় না বরং Shade পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে৷ তবে ডাই শোষণের ক্ষেত্রে অন্যালকালির কিছুটা ভূমিকা আছে তবে মৃদু অ্যালকালি ডাই এর শোষণ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্যে করে৷ 

পানির hardness দূর করার জন্য অথবা কোন কোন ক্ষেত্রে দ্রাব্যতার উন্নতির জন্য ৩% সোডা অ্যাশ ব্যবহৃত হয়৷ যেমন Benz purpurine 4B এবং Chlorazol orange po ইত্যাদির দ্বারা ডাইং এর সময় দ্রবণীয়তা বৃদ্ধির জন্য ৩% সোডা অ্যাশ যোগ করা হয়৷

তাপমাত্রার প্রভাব

বিভিন্ন প্রভাব ডাইরেক্ট ডাই এর ক্ষেত্রে বিভিন্ন Temp. এ maximum exhaustion হয়৷ সাধারণত temp. boiling point এ পৌঁছাতে Cotton এর প্রতি maximum affinity হয় আবার কিছু dye আছে যেগুলো লবণের উপস্থিতিতে ঠান্ডা অথবা সামান্য গরম বাথে cotton কে best dye করে কিন্তু wool ঠান্ডা অথবা সামান্য গরম বাথ এ direct dye এর প্রতি কোন affinity প্রদর্শন করে না৷ ইহা boiling temp. এ Strong affinity প্রদর্শন করে৷

সময়ের প্রভাব

কাপড় ডাই বাথ এ যে সময়ের জন্য থাকা প্রয়োজন তার চেয়ে বেশি সময়ের জন্য ডাই লিকারের মধ্যে থাকলে ডাইং ভাল হবে এবং এর চেয়ে কম সময়ের জন্য থাকলে ডাই কম প্রবেশ হবে৷ যদি অনেক সময়েন জন্য কাপড়কে ডাই বাথ এ রেখে লবণ বা অন্যান্য electrolyte ব্যবহার করা হয় তবে কাপড় বেশি পরিমাণ ডাইকে শোষণ করতে পারে৷ 
ডাইরেক্ট ডাই
ডাইরেক্ট ডাই
কারণ তখন ফাইবার এর ভিতরে মলিকুলার সাইজ বড় হয় এবং ওয়াশিং ফাস্টনেস বৃদ্ধি পায়৷ আবার ডাই এর পরিমাণ কম হলে একই হারে শোষণ হতে হলে সময় বেশি লাগে এবং ডাই এর পরিমাণ বেশি হলে অল্প সময়েও ঐ থাকে তবুও ইহা সুষম হয়ে যায়৷

ইলেকট্রোলাইটের প্রভাব

ডাই লিকার এ ইলেকট্রোইট যোগ করলে ডাইরেক্ট ডাই এর শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে সব রকম ডাইরেক্ট ডাই এ এক রকম ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় না৷ কোন কোন ডাই লবণ এর প্রতি খুব সংবেদনশীল না আবার কোন ডাই ডাই লবণ এর প্রতি খুব সংবেদনশীল৷ সেলুলোজিক ফাইবার পানিতে ডুবালে ঋণাত্নক চার্জ প্রাপ্ত হয়৷ ফলে ইহা ডাইরেক্ট ডাই এর ঝণাত্নক চার্জকে বিকর্ষণ করার প্রবণতা দেখায়৷

এখন যদি এর মধ্যে ইলেট্রোলাইট যোগ করা হয় তবে ইহা ফাইবার এর সাথে ক্রিয়া করে ফাইবার এর নেগেটিভ চার্জ কমিয়ে দেয়৷ ফলে ফাইবার ও ডাইস্টাফ এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং বা ভ্যানডার ওয়ালস বল সৃষ্টি করে ও রং কাপড়ের মধ্যে প্রবেশ করে৷ ডাইস্টাফ এর মধ্যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ চার্জ অর্থাৎ সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকবে তত বেশি ফাইবার দ্বারা বিকর্ষিত হবে৷ 

অর্থাৎ ডাই মলিকুলের মধ্যে সালফোনিক এসিড গ্রুপ এর সংখ্যা উপর ইলেকট্রোলাইট যোগ করা বা না করা নির্ভর করে৷ যেমন ক্রাইসোফিনাইন জি এ দুটি সালফোনিক এসিড গ্রুপ থাকায় ইহা ইলেকট্রোলাইট ছাড়াই ফাইবারকে ভালভাবে ডাই করতে পারে৷ কিন্তু ক্লোরাজল এফএফ এ চারটি সালফোনিক এসিড গ্রুপ থাকায় ইহা ইলেকট্রোলাইট ছাড়া ফাইবারকে ভালভাবে ডাই করতে পারে না৷

ঘনত্বের প্রভাব

ডাই দ্রবণের ঘনত্ব যত বেশি হবে ফাইবার দ্বারা ডাই তত বেশি শোষিত হবে৷ আর ঘনত্ব কম হলে শোষন কম হবে৷ অর্থাৎ ঘনত্ব সর্বদা শোষণ এর সমানুপাতিক৷ ডাই দ্রবণের ঘনত্ব কম হলে লাইট শেড হয় এবং ঘনত্ব বেশি হলে ডিপ শেড হয়৷

দ্রব্য ও লিকারের অনুপাতের প্রভাব

সকল ফাইবার এর জন্য দ্রব্য এবং লিকার অনুপাত সমান নহে৷ বিভিন্ন ফাইবার এর জন্য ডাই লিকার বিভিন্ন প্রকারের হয়ে থাকে৷ ডাই লিকার এর পরিমাণ যত কম হবে ফাইবার এর ডাই গ্রহণ করা তত সহজ হবে৷ দ্রব্য লিকার অনুপাত দ্রব্যের প্রকারভেদ পরিমাণ এবং ব্যবহৃত মেশিনের উপর নির্ভর করে৷ যেমন: একই কাপড়ের জন্য ওপেন ভ্যাট
এ M:L = 1: (20-30) জিগার মেশিনে প্যাড ডাইং মেশিনে এ M:L = দ্রব্যকে মধ্যে লিকার এর পরিমাণ কম হলে তাকে শর্ট বাথ বলে৷ 

ফাইবার শর্ট বাথ হতে বেশি ডাই শোষণ করতে পারে এবং ডাইস্টাফ এর অপচয় কম হবে৷ এতে অসম ডাইং এর সম্ভাবনা থাকে৷ দ্রব্য লিকার অনুপাতে যদি লিকার বেশি থাকে তবে ইহাকে লং বাথ বলে৷ এতে ডাই কম শোষিত হবে এবং অপচয় বেশি হবে কিন্তু শেড সুষম হবে৷ লং বাথ এর লিকারকে পুনরায় ব্যবহার করা যায়৷ অর্থনৈতিক দিক বিবেচনা করে শর্ট বাথ বেশি ব্যবহৃত হয়ঃ
কারণ ডাই কম অপচয় হয়৷ 

পার্টিকেল সাইজের প্রভাব

ডাই এর Particle size যত ছোট হবে ডাই ফাইবার এর মধ্যে তত বেশি প্রবেশ করবে৷ Dye Particle size বড় হলে ডাই সহজে প্রবেশ করতে পারে না৷ কিন্তু ইলেকট্রোলাইট এর ক্রিয়ার ফলে ডাই পার্টিকেল ছোট করে ফাইবার এর ভিতর ডুকানো হয় এবং ফাইবার এর ভিতরে নিয়ে ডাই পার্টিকেলকে বড় করা হয় ফলে dye parcticle আর ফিরে আসতে পারে না৷ অর্থাৎ ওয়াশিং ফাস্টনেস বৃদ্ধি পায়৷
Next Post Previous Post