উৎপাদন ব্যয়ের উপাদান?

উৎপাদন ব্যয়ের উপাদান?

কোন দ্রব্য বা সেবা উৎপাদন ও বিপণন কার্যের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের ব্যয় সংঘটিত হয়৷ যে সকল উপাদানের ভিত্তিতে ব্যয় সংঘটিত হয় সেগুলোর প্রাথমিক শ্রেণিবিন্যাসকেই উৎপাদন ব্যয়ের উপদান বলে৷ উৎপাদন ব্যয়ের উপাদানসমূহকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়ঃ
  • প্রত্যক্ষ ব্যয় (Direct cost)
  • পরোক্ষ ব্যয় (Indirect cost)
উপরোক্ত ব্যয়গুলোর প্রত্যেককে আবার তিন ভাগে ভাগ করে যায়ঃ

প্রত্যক্ষ ব্যয় কি?

যে সব ব্যয় সেবা বা উৎপাদনের সাথে সরাসরি জড়িয়ে তাকে প্রত্যক্ষ ব্যয় বলে৷ প্রত্যক্ষ ব্যয়গুলো নিম্নরূপঃ
  • প্রত্যক্ষ কাঁচামাল(Direct material)
  • প্রত্যক্ষ শ্রম বা মজুরি (Direct labour or wage)
  • প্রত্যক্ষ খরচ (Direct expenses)

প্রত্যক্ষ কাঁচামাল কি?

কোন দ্রব উৎপাদনের সময় যে কাঁচামাল মূল্য ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে গন্য হয় তাকে প্রত্যক্ষে কাঁচামাল বলে৷ মুলত এই কাঁচামালই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে পণ্যের রূপ লাভ করে৷ 

যেমনঃ সুতা উৎপাদনের কাঁচামাল হল তুলা কাপড় উৎপাদনের কাঁচামাল হল সুতা পোশাক উৎপাদনের কাঁচামাল হল কাপড় এবং আসবাবপত্র তৈরির কাঁচামাল হল কাঠ৷

প্রত্যক্ষ শ্রম বা মজুরি কি?

উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে নিযুক্ত শ্রমিকের শ্রমিকে তথা পারিশ্রককে প্রত্যক্ষ শ্রম বলে৷ প্রত্যক্ষ শ্রমের মাধ্যমেই মুলত কাঁচামালের পরিবর্তন সাধন করে পণ্য উৎপাদন করা হয়৷

উৎপাদন ব্যয়
উৎপাদন ব্যয়
এগুলো হল সুতা তৈরির কাজে নিয়োজিত শ্রমিকের মজুরি তাঁতে কাপড় বোনার ক্ষেত্রে বুননকারীর মজুরি গার্মেন্টস শিল্পের শ্রমিকের মজুরি আসবাবপত্র তৈরির কাজে নিয়োজিত মিস্ত্র ও হেলোপারের মজুরি৷

প্রত্যক্ষ খরচ কি?

প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ মজুরি ছাড়াও অন্য যে সব ব্যয় কোন পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে সরাসরিভাবে জড়িত ঐ ব্যয়কে প্রত্যক্ষে খরচ বলে৷ এগুলো হল পরিবহন খরচ আমদানি শুল্ক নকশা খরচ গবেষণা ও পরীক্ষামূলক কার্যের ব্যয় কলকব্জা ও যন্ত্রপাতির এাড়া ইত্যাদি৷

পরোক্ষ ব্যয় কি?

যে সকল ব্যয় সেবা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় কিন্তু সেবা বা উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য একান্ত প্রয়োজন তাকে পরোক্ষ ব্যয় বলে৷ পরোক্ষ ব্যয়গুলো নিম্নরূপঃ
  • কারখানার খরচ বা উপরিব্যয়
  • অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বা খরচ
  • বিক্রিয় ও বন্টন খরচ বা উপরিব্যয়

কারখানার খরচ বা উপরিব্যয় কি?

কারখানা সংশ্লিষ্ট যেসব খরচাদি উৎপাদনের সাথে সরাসারি জড়িত নয় তবে তা উৎপাদনের উপর বন্টনযোগ্য সে সব খরচকে কারখানার উপরিব্যয় বলে৷ এগুলো হল কারখানার যন্ত্রপাতি মেরামত কলকব্জার অবচয় কারখানা ভাড়া কারখানার আলো বিমা পরোক্ষ কাঁচামাল ও পরোক্ষ শ্রম ইত্যাদি৷

অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বা খরচ কি?

উৎপাদনকারী প্রতিষ্ঠানের অফিস ও প্রশাসনিক কার্যক্রমকে সুন্দর সুশৃঙ্খল ও যথাযথভাবে পরিচালনার জন্য যে সব ব্যয় সংঘটিত হয়ে থাকে তাকে অফিস ও প্রশাসনিক খরচ বলে৷
এগুলো হল অফিসের ভাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন মনিহারি খরচ আইন খরচ ইত্যাদি৷

বিক্রিয় ও বন্টন খরচ বা উপরিব্যয় কি?

উৎপাদিত পণ্য বিক্রয় ও বন্টনের জন্য যে সব ব্যয় সম্পাদিত হয়, তাকে বিক্রয় ও বন্টন খরচ বলে৷ এগুলো হল প্যাকিং খরচ শোরুম ভাড়া বিক্রয়কর্মীদের বেতন বিজ্ঞাপন বিক্রয় পরিবহন কমিশন ইত্যাদি৷
Next Post Previous Post