দেশি ও আন্তর্জাতিক ফ্যাশন সেন্টারের ভুমিকা?

দেশি ও আন্তর্জাতিক ফ্যাশন সেন্টারের ভুমিকা?

দেশি ও আন্তর্জাতিক ফ্যাশন সেন্টারগুলো সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশের অভ্যন্তরে এমনকি আন্তর্জাতিকভাবে অত্যন্ত ব্যাপক ভূমিকা পালন করে৷ ফ্যাশন সেন্টারগুলো আধুনিক বস্ত্রের যেমন কৃত্রিম আঁশের তৈরি কাপড় প্রচলনে দেশ ও জাতিকে উৎসাহিত ও প্রণোদিত করতে পারে৷ এভাবে দেশে উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে ফ্যাশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷  
ফ্যাশন সেন্টার
ফ্যাশন সেন্টার
ফ্যাশন সেন্টারগুলো আধুনিক মিডিয়া ব্যবহার করে যে কোন দেশের জনগণকে নিজ দেশের পোশাক তথা ফ্যাশন উপকরণাদির প্রতি প্রলুব্ধ বা অনুপ্রানিত করতে পারে৷ এভাবে ফ্যাশন সেন্টারগুলো আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি করতে পারে৷ জনসাধারণের রুচিবোধ পরিবর্তন করতে ফ্যাশন সেন্টারগুলোর ভুমিকা অত্যন্ত বেশি৷ 

এরা এদের ব্যাপক প্রচারণার মাধ্যমে অশোভনীয় ও সাধারণ পোশাককেই জনগণের নিকটে শোভনীয় ও স্পেশাল করে তুলতে পারে৷ এভাবে দেশের ও বিশ্বে প্রসার ঘটাতে বা অপরদিকে উন্নত রুচিবোধ গড়ে তুলতেও ফ্যাশন সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ ফ্যাশন সেন্টারগুলোকে সর্বদাই গবেষণামূলক কার্যক্রম পরিচালিত করতে হয়৷ 

আর এভাবে বস্ত্রের পোশাকের ও এ সংক্রান্ত যন্ত্রপাতির মান উন্নয়নেও ফ্যাশন সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ ফ্যাশন সেন্টারগুলোতে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে যন্ত্র ও পোশাক সংক্রান্ত যাবতীয় কলাকৌশল সম্বন্ধে যোগ্য ব্যক্তিবর্গের যোগ্যতাকে আরও বৃদ্ধি করে থাকে৷

পরিশেষে বলা যায় ফ্যাশন সেন্টারগুলো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিত্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ 
Next Post Previous Post