পলিয়েস্টার ফাইবারের ভৌত গুণাবলি?

পলিয়েস্টার ফাইবারের ভৌত গুণাবলি (Mention the Physical properties of polyester fibre) কি কি?

  • টেনাসিটি (গ্রাম/ডেন)
  • স্ট্রেচ ও ইলাস্টিসিটি
  • রেসিলিয়েন্সি (Resiliency)
  • ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা (Abrasion resistance)
  • আয়তনগত স্থায়িত্বতা (Dimensional stability)
  • আর্দ্রতা পুনরায় অর্জন (M.R)
  • আপেক্ষিক গুরুত্ব (Specific gravity)
  • তাপ প্রতিরোধক (Heat conductivity)
  • চাকচিক্যতা (Luster)
  • গলনাঙ্ক (Melting point)
  • রং (Color)
  • স্থিতিস্থাপকতা (Elasticity)

টেনাসিটি (গ্রাম/ডেন)

৪.৫ থেকে ৫.০৷ তবে হাই টেনাসিটি ফাইবারের ক্ষেত্রে ৮ পর্যন্ত হতে বো পারে৷ 

স্ট্রেচ ও ইলাস্টিসিটি

ছিঁড়ে যাবার পূর্ব পর্যন্ত ২০% থেকে ৩০% প্রসারিত হয়৷ ২% প্রসারণ করে ছেড়ে দিয়ে ৯৭ থেকে ১০০% পর্যন্ত পুনরুদ্ধার সম্ভব হয়৷ 

পলিয়েস্টার ফাইবার
পলিয়েস্টার ফাইবার

রেসিলিয়েন্সি (Resiliency)

চমৎকার কুঁচকানো প্রতিরোধ ক্ষমতাও ভালো৷ 

ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা (Abrasion resistance)

খুবই ভালো৷ 

আয়তনগত স্থায়িত্বতা (Dimensional stability)

সঠিকভাবে হিট সেট তাপীয় প্রক্রিয়া সম্পন্ন করলে সংকোচন বা প্রসারণ হবে না৷ 

আর্দ্রতা পুনরায় অর্জন (M.R)

আর্দশ অবস্থায় ০.৪%৷ 

আপেক্ষিক গুরুত্ব (Specific gravity)

১.৩৮৷ 

তাপ প্রতিরোধক (Heat conductivity)

ভালো৷ 

চাকচিক্যতা (Luster)

উজ্জ্বল থেকে হালকা৷ 

গলনাঙ্ক (Melting point)

২৫০° সে.৷ 

রং (Color)

সাদা 

স্থিতিস্থাপকতা (Elasticity)

মোটামুটি৷ 
Next Post Previous Post