কম্বিং প্রক্রিয়ার মূলনীতি লেখ?

কম্বিং প্রক্রিয়ার মূলনীতি (Basic principles of combing) লেখ?

কম্বিং মেশিন একটি নির্দিষ্ট নীতি বা নিয়মে কাজ করে এবং এই মেশিন আবিষ্কারের পর থেকেই এর মূলনীতি একই প্রকার রয়েছে৷ কম্বিং মেশিন ক্রমাগতভাবে কাজ না করে থেমে থেমে পর্যায়ক্রমে কাজ করে৷ এর মূল কারণ তুলার আঁশের ছোট দৈর্ঘ্য৷ 
কম্বিং মেশিন
কম্বিং মেশিন
যদি কম্বিং মেশিন ক্রমাগতভাবে কাজ করত তবে দেখা যেত ক্ষুদ্র আঁশের সাথে প্রায় সমস্ত আঁশের দৈর্ঘ্যের আঁশই সিলিন্ডার নিডেলের সাথে চলে গেছে৷ এর ফলে কম্বিং এর মূল উদ্দেশ্যই ব্যাহত হত৷ কম্বিং এর সমস্ত প্রক্রিয়াগুলো নিম্নরূপভাবে সম্পূর্ণ হয়ঃ
  • তুলার আঁশের একটি ল্যাপ যেখানে আঁশসমূহ পরস্পরের সাথে কমবেশি সমান্তরাল অবস্থানে থাকে কম্বিং মেশিনের ফিড রোলারের মাধ্যমে ফিড প্লেট বা কুশন প্লেটের উপর দিয়ে অগ্রসর হয়৷ 
  • এই কুশন প্লেটের সামনের অংশে একটি খাড়া নিপার প্লেট থাকে যা ল্যাপ একটি পূর্ব নির্ধারিত নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করামাত্র তুলার আঁশকে কুশন প্লেটের সাথে ধরে রাখে এবং সেই সাথে সাথে ফিডিং বন্ধ হয়ে যায়৷
  • নিপার প্লেট এবং কুশন প্লেটের বাইরে তুলার আঁশের যে গুচ্ছ থাকে তার নিচের স্তরকে সিলিন্ডারের গায়ে আটকানো চিরুনি মতো নিডেলের সাহায্যে আঁচড়ানো হয়৷ 
  • সিলিন্ডার প্রধান ড্রাইভিং শ্যাফট থেকে গতি পায় যার দরুন সিলিন্ডারের ঘূর্ণনের ফলে এর নিডেলগুলো আঁশের গুচ্ছ সম্মুখভাগের নিচের অংশ থেকে নির্ধারিত দৈর্ঘ্যের চেয়ে ক্ষুদ্র আঁশ নেপস ময়লা ইত্যাদি দূর করে যেগুলো সিলিন্ডারের পেছনে অবস্থিত একটি ব্রাশের মাধ্যমে পরিস্কার হয়ে মেশিনের পিছনে জমা হয় যাতে প্রতিবার সিলিন্ডার নিডেল পরিস্কার অবস্থায় কম্ব করতে পারে৷
  • এই আংশিক কম্ব করা আঁশগুলোকে ডিটাচিং রোলার ধরে যখন সামনের দিকে টেনে নিয়ে যেতে থাকে তখন উপর থেকে একটি টপ কম্ব (যেটাতে শুধুমাত্র এক সারি নিডেল থাকে) আঁশের গুচ্ছের উপর নেমে আসে৷ 
  • ডিটাচিং রোলারের টানের ফলে আঁশ সামনের দিকে অগ্রসর হয় এবং টপ কম্ব তখন ঐ আঁশের গুচ্ছের উপরের অংশে অবস্থিত ক্ষুদ্র আঁশ নেপস ময়লা ইত্যাদি দূর করে৷
  • ডিটাচিং রোলারের টানের ফলে যখন আঁশের গুচ্ছ ল্যাপ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায় তখন টপ কম্ব তার কাজ শেষে আবার পূর্বের অবস্থানে ফিরে যায়৷ 
  • সেই সাথে ফিড রোলার সামান্য একটু সামনে অগ্রসর হয়ে ল্যাপ ডেলিভারি দেয় যাতে সিলিন্ডার নিডেল এই অগ্রবর্তী অংশে কম্ব করতে পারে৷
  • টপ কম্ব তখন আবার কাজ করার জন্য থেমে আসে৷ কিন্তু এই পর্যায়ে ডিটাচিং রোলার নতুন কম্ব করা আঁশের গুচ্ছ ধরার আগে একটু পিছিয়ে আসে ফলে পূর্বের কম্ব করা আঁশের গুচ্ছের উপর নতুন গুচ্ছ গিয়ে পড়ে এবং এভাবেই কম্বিং প্রক্রিয়ায় স্লাইভারের অখন্ডতা বজায় রাখা হয়৷ 
  • ওভার ল্যাপিং হওয়ার সাথে সাথে টপ কম্বআঁশের গুচ্ছের ভিতর প্রবেশ করে৷ এ অবস্থায় উপরের ডিটাচিং রোলার একটু সামনে সরে যায় ফলে টপ কম্ব আঁশের গুচ্ছের পেছনের অংশে থাকে৷
  • ডিটাচিং রোলার থেকে বের হয়ে আসা কম্বড করা ফাইবার ওয়েব ডেলিভারি রোলারের মাধ্যমে ট্র্যাম্পেটে প্রবেশ করে স্লাইভারে পরিণত হয় যেখান থেকে ডাবলিং প্লেটের উপর দিয়ে অগ্রসর হয়ে ডাবলিং এবং ড্রাফটিং শেষে ক্যানে জমা হয়৷ এভাবেই কম্বিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়৷
Next Post Previous Post