ক্যালগন প্রসেস কি?

ক্যালগন প্রসেস (Calgon process) কি? 

বাজারে সোডিয়াম হেক্সামেটা ফসফেট (Sodium Hexameta phosphate)  সাধারণত ক্যালগন নামে পাওয়া যায়৷ এর রাসায়নিক সংকেত Na2 [Na4 (po3)6]. এটি একটি জটিল লবণ৷ ক্যালগনের জটিল অ্যানায়ন [Na4(PO3)] এর মধ্যে চারটি সোডিয়াম পরমাণু আছে যা খর পানির ক্যকলসিয়াম ম্যাগনেশিয়াম দ্বারা বিনিময় করা হয়৷
ক্যালগন প্রসেস
ক্যালগন প্রসেস
ফলে Ca Mg এর ধাতব আয়ন জটিল আয়নের মধ্যে চলে যায় বা আবদ্ধ হয়ে যায়৷ ফলে সাবানের সাথে কোন বিক্রিয়া করতে পারে না৷

2Caso4 + Na2 [Na4 (Po3)6] = 2Na2 So4 + Na2 [ Ca2 (PO3)6]

বা 2Ca+2 + [ Na4 (PO3)6]–2 = 4Na+  + [ Ca2(PO3)6]–2

লন্ড্রি বয়লার প্রভৃতির স্বল্প পরিমাণ পানির খরতা দূরীকরণে ক্যালগন ব্যবহৃত হয়৷
Next Post Previous Post