ব্যবসায়ে সাফল্য ও ব্যর্থতার কারণ লেখ?
ব্যবসায়ে সাফল্য ও ব্যর্থতার কারণ (Reasons for success and failure in business) লেখ?
একজন উদ্যোক্তার উদ্যোগ সফল হওয়ার উপর শুধু উদ্যোক্তার নিজের উন্নয়ন নির্ভর করে গবেষণায় দেখা গেছে সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করে যারা ব্যবসায় পরিচালনা করেন তারাই কেবল সফল হন৷নিম্নে ব্যবসায় সফল ও ব্যর্থ হওয়ার কারণগুলো আলোচনা করা হলঃ
ব্যবসায়ের সঠিক পণ্য নির্ধারণ
সঠিক পণ্য নির্ধারণ ব্যবসায়ের সাফল্যের অন্যতম পূর্বশর্ত৷ উদ্যোক্তাকে পণ্য নির্বাচন করার পূর্বে বাজারে সে পণ্যরর চাহিদা আছে কি না তা নিরূপণ করতে হবে৷![]() |
ব্যবসায় |
গবেষণার ফল জানা গেছে যে বহুল ব্যবহৃত পণ্যের চেয়ে সম্ভবনাময় পণ্য নির্বাচন করলে সফলতা বেশি আসে৷
সঠিক পরিকল্পনা প্রণয়ন
ভবিষ্যতে কী কখন এবং কীভাবে একটা কাজ করতে হবে তা অগ্রিম চিন্তাভাবনা করার নামই পরিকল্পনা৷ সঠিক পরিকল্পনার অভাব ব্যবসায়ে ব্যর্থতার অন্যতম কারণ৷ তাই ব্যবসা বাণিজ্য সফলভাবে পরিচালনার জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য৷প্রাথমিক মূলধন
দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি উভয়ক্ষেত্রেই শিল্প প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধন পর্যাপ্ত হওয়া চাই৷ প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ব্ সংগ্রহ করতে ব্যর্থ হলে যথাযথভাবে ব্যবসায়ের কার্য পরিচালনা করা যায় না৷বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠানে চলতি মূলধনের ঘাটতির কারণে উৎপাদন লক্ষ্যমাত্রার নিচে অবস্থান করে৷
বাজারে চাহিদার পরিমাণ নিরূপণ
বাজারে চাহিদার পরিমাণ সঠিকভাবে নির্ধারণ এবং কতটুকু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরবরাহ করতে পারবে তা নিরূপণ ব্যবসায় সফলতার অন্যতম শর্ত৷ উপযুক্ত কলাকৌশলের মাধ্যমে সংগৃহীত তথ্যাবলি বিশ্লেষণের মাধ্যমে এ চাহিদা নির্ধারণ করা উচিত৷পণ্য বাজারজাতকরণ
শুধুমাত্র পণ্যের চাহিদা নিরূপণ সফলতার জন্য যথেষ্ট নয়৷ উৎপাদিত পণ্য যথাযথ গুণাগুণ সম্পন্ন হওয়া চাই এবং তা কীভাবে বাজারজাতকরণ করা হবে তা পূর্বই নির্ধারণ করতে হবে৷ সুপরিকল্পিতভাবে বাজারজাতকরণ প্রক্রিয়া ব্যবসায়ের সাফল্যের চাবিকাঠি৷শিক্ষা ও অভিজ্ঞতা
ব্যবসা বাণিজ্য অতীত অভিজ্ঞতা সফলতার জন্য যথেষ্ট সহায়ক৷ গবেষণার মাধ্যমে এ সত্যতা প্রমাণিত হয়েছে৷ কিন্তু অভিজ্ঞতার সাথে শিক্ষাও অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ গবেষণার ফল থেকে দেখা যায় ব্যবসায়ে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তাগণ সবচেয়ে বেশি সফল হন৷যৌথ উদ্যোগ
পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ শিল্পপ্রতিষ্ঠানের সাফল্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান৷ব্যবসায়ের উপযুক্ত অবস্থান নির্বাচন
ব্যবসায় প্রতিষ্ঠান এমন স্থানে হওয়া উচিত যেখানে বিভিন্ন অবকাঠামোগত সুবিধা রয়েছে৷সুষ্ঠু তদারক ব্যবস্থা ও হিসাবরক্ষণ
ব্যবসায়ে সাফল্য লাভ করতে হলে একদিকে যেমন সুষ্ঠু তদারক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন অন্যদিকে যথাযথভাবে হিসাবরক্ষণ আবশ্যক৷ যথাযথভাবে হিসাবরক্ষণ না করলে অনেক ব্যবসায় কিন্তু কিছুকাল চলার পর বন্ধ হয়ে যায়৷