ড্রইং ফ্রেমের স্টপ মোশন কি | স্টপ মোশন কত প্রকার ও কি কি

ড্রইং ফ্রেমের স্টপ মোশন (State the term stop motion of drawing frame) কি?

ড্রইং ফ্রেমের ক্ষেত্রে স্লাইভার ছিঁড়ে গেলে শেষ হয়ে গেলে রোলারের পৃষ্ঠে জড়িয়ে গেলে অথবা ডেলিভারি ক্যান পূর্ণ হয়ে গেলে যে পদ্ধতির কারণে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় সে পদ্ধতিকে স্টপ মোশন বলে৷ একটি ড্রইং ফ্রেমে কয়েকটি হেড থাকে৷ তবে আধুনিক ড্রইং ফ্রেমে ১টি অথবা ২টি হেড থাকে৷ 
ড্রইং ফ্রেমের স্টপ মোশন
ড্রইং ফ্রেমের স্টপ মোশন
প্রতিটি হেডে কমপক্ষে ২টি ডেলিভারি থাকে৷ প্রতি ডেলিভারিতে ৬ থেকে ১২টি স্লাইভার ফিড করা হয়৷ স্লাইভার ফিডিং এর সময় কোন মেশিনের স্লাইভার ক্যান হঠাৎ শেষ হয়ে গেলে অথবা স্লাইভার ছিঁড়ে গেলে যদি মেশিন বন্ধ না হত তাহলে উৎপাদিত স্লাইভারসমূহ সিঙ্গেল স্লাইভার অর্থাৎ স্লাইভার ভ্যারিয়েশন এর সৃষ্টি হত৷ একজন শ্রমিক কমপক্ষে ২টি মেশিন চালু রাখে৷ 

স্টপ মোশন না থাকলে একজনের পক্ষে ২টি মেশিন অর্থাৎ অনেকগুলো স্লাইভার ক্যান স্লাইভার ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হত না৷ কাজেই প্রতিটি মেশিনেই স্টপ মোশনের প্রয়োজন রয়েছে৷ একজন শ্রমিক সহজেই সিগন্যাল বাতি দেখে কী কারণে ড্রইং ফ্রেম বন্ধ হল তা নিশ্চিত হতে পারে ও পরবর্তী পদক্ষেপ নিতে পারে।

স্টপ মোশনের উদ্দেশ্য (Mention the Purposes of stop motions) কি কি?

স্টপ মোশন দিয়ে যে গুলো থেকে রক্ষা পাওয়া যায় নিচে দেওয়া হলঃ
  • উৎপাদিত স্লাইভারের মান নিয়ন্ত্রণের জন্য৷
  • ফিডিং স্লাইভার যেকোন একটি ছিঁড়ে গেলে স্টপ মোশন কাজ করে৷
  • ফিডিং স্লাইভার ক্যান খালি হয়ে গেলে স্টপ মোশন কাজ করে।
  • রোলার ল্যাপিং হলে স্টপ মোশন কাজ করে৷
  • ডেলিভারি ক্যান পূর্ণ হয়ে গেলে স্টপ মোশন কাজ করে৷
  • মেশিনের কোথাও ক্রটি হলে সহজেই শনাক্ত করা সম্ভব হয়৷
  • মেশিনকে বড় ধরনের ব্রেক ডাউন থেকে মোশন মেশিনকে রক্ষা করে৷

স্টপ মোশনের প্রকারভেদ (Mention the types of stop motions) লেখ?

ড্রইং ফ্রেমে স্টপ মোশন তিন প্রকার যেমনঃ
  • ব্যাক স্টপ মোশন (Back stop motion)
  • ফ্রন্ট স্টপ মোশন (Front stop motion)
  • ফুল ক্যান স্টপ মোশন (Full csn stop motion) 

ব্যাক স্টপ মোশন (Back stop motion) কি?

ড্রইং ফ্রেমে ফিড স্লাইভার ফিড হওয়ার প্রাক্কালে হঠাৎ করে ছিঁড়ে গেলে বা শেষ হয়ে গেলে মেশিন এই স্টপ মোশনের সাহায্য বন্ধ হয়ে যায়৷

ফ্রন্ট স্টপ মোশন (Back stop motion) কি?

ডেলিভারি ক্যানে কোন কারণে স্লাইভার আসা বন্ধ হলে অথবা উপরের বা নিচের রোলারের অথবা ক্যালেন্ডার রোলারের পৃষ্ঠা স্লাইভার জড়িয়ে গেলে স্টপ মোশন কাজ করে৷

ফুল ক্যান স্টপ মোশন (Full can stop motion) কি?

ডেলিভারি অংশের স্লাইভার ক্যানটি যখন স্লাইভারে পূর্ণ হয়ে যায় তখন এই স্টপ মোশন কাজ করে৷ স্টপ মোশন সাধারণত দুইটি কৌশলে কাজ করে যেমনঃ
  • যান্ত্রিক উপায়ে (Mechanically)
  • বৈদ্যুতিক উপায়ে(Electrically)

যান্ত্রিক উপায়ে ((Mechanically)

ড্রইং মেশিনের বিভিন্ন গিয়ার ও ক্লাচের সাহায্যে মেশিন বেল্টকে ফাস্ট পুলি থেকে লুজ পুলিতে নিয়ে মেশিন বন্ধ করে দেয়াই যান্ত্রিক উপায়৷ এ ব্যবস্থা সাধারণত গতানুগতিক ড্রইং মেশিনে ব্যবহৃত হয়৷

বৈদ্যুতিক উপায়ে (Electrically)

বৈদ্যুতিক সার্কিট বা অপটিক্যালের সাহায্যে মেশিন বন্ধ করার ব্যবস্থা থাকে৷ সকল ড্রাই ফ্রেম অথবা আধুনিক ড্রইং ফ্রেমে এ ধরনের স্টপ মোশনের সাহায্য ব্যবস্থা রয়েছে৷

ড্রইং ফ্রেমে স্টপ মোশন ব্যবহারের উপকারিতা কি কি?

  • ডেলিভারি স্লাইভারের অসমতা দূর হয়৷
  • অপচয় হ্রাস পায়৷
  • স্লাইভার মোটা বা পাতলা হওয়া থেকে রক্ষা পায়৷
  • কম শ্রমিকের প্রয়োজন হয়৷
  • মেশিন ক্ষতি হওয়া থেকে রক্ষা পায়৷
  • ড্রইং মেশিনের ইন্ডিকেটর লাইট এর কারণে সহজেই বন্ধ হওয়ার কারণ শনাক্ত করা সম্ভব এবং স্টপ মোশনের কারণে মেশিন চালু করতে সময় কম লাগে৷
  • দক্ষতা বৃদ্ধি পায়৷
  • সর্বোপরি স্পিনিং ফ্রেমের সুতা ছেঁড়ার হার কম হয়৷
Next Post Previous Post