পোয়া সুতার হিসাব?

একক বলতে আমরা বিভিন্ন পরিমাপকে বুঝে থাকি। একক বিভিন্ন প্রকার হতে পারে,  যেমনঃ ইঞ্চি,সেন্টিমিটার, গ্রাম,এম.এল ইত্যাদি। গার্মেন্টস সেক্টরে কাজ করতে হলে আমাদের ২টি পরিমাপের ব্যবহার করতে হয়। 
পোয়া সুতার হিসাব
পোয়া সুতার হিসাব
সে দুটি পরিমাপের নাম হচ্ছে ইঞ্চি বা সেন্টিমিটার। আজকের এই পোস্টে এই ২টি বিষয় নিয়ে আলোচনা করা হলঃ

মনে রাখবেন ৮ সুতা = ১ইঞ্চি। আবার ১ সুতার ৪ ভাগের ১ভাগ= পোয়া সুতা। অতএব এক ইঞ্চির ৩২ ভাগের ১ভাগ =পোয়া সুতা = (One thirty two)।
  • আধা সুতা=1/16 (One sixteen)
  • ১ সুতা= 1/8= (One eight) 
  • দেড় সুতা=3/16 (Three sixteen)
  • দুই সুতা=1/4= (One four) 
  • আড়াই সুতা =5/16= (Five sixteen) 
  • তিন সুতা =3/8= (Three eight) 
  • সাড়ে তিন সুতা =7/16= (Seven sixteen) 
  • চার সুতা =1/4= (One four) 
  • সাড়ে চার সুতা =9/16= (Nine sixteen) 
  • পাঁচ সুতা =5/8= (Five eight)
  • সাড়ে পাঁচ সুতা = 11/16= (Eleven sixteen)
  • ছয় সুতা= 3/4 = (Three four) 
  • সাড়ে ছয় সুতা =13/16 Thirteen sixteen. 
  • সাত সুতা =7/8=Seven eight.
  • সাড়ে সাত সুতা=15/16Fifteen sixteen. 
  • আট সুতা= 1 Eight.
১২ ইঞ্চি = ১ফুট, ৩ ফুট বা ৩৬ ইঞ্চি =১গজ। ৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার বা ১০০ সেন্টিমিটার। অপরদিকে ১০ মিলি মিটার =১সেন্টি মিটার।

১০০ সেন্টিমিটার =১মিটার, আবার ১০০০মিটার= ১কিলোমিটার।
Next Post Previous Post