সুতার কাউন্ট বের করার সূত্র?

সুতার কাউন্ট কি?
কাউন্ট হল সুতার একক ভরের দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্যের ভর।

সুতার কাউন্ট কাকে বলে?
কাউন্ট একটি ইংরেজি শব্দ যার অর্থ গননা করা। একে Ne বা S দ্বারা প্রকাশ করা হয়।

কাউন্ট বলতে সুতার একক ভরের দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্যের ভরকে বুঝায়। সহজ ভাষায় সুতার কাউন্ট দ্বারা সুতা কতটুকু মোটা বা চিকন সেটা নির্ণয় করা যায়।

কাউন্ট কত প্রকার ও কি কি?
কাউন্ট দুই প্রকার যথাঃ
  • Direct system বা প্রত্যক্ষ পদ্ধতি
  • Indirect system বা পরোক্ষ পদ্ধতি
(১) ডিরেক্ট কাউন্ট কি?
সুতার একক দৈর্ঘ্যের ভরকে ডিরেক্ট কাউন্ট বলে। অর্থাৎ সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে। তবে কাউন্ট যত কম হবে সুতা তত সুক্ষ হয়।

যেমনঃ টেক্স কাউন্ট, ডেনিয়ার কাউন্ট ইত্যাদি।

ডিরেক্ট কাউন্ট (N)= (l×W)/(L×w)
এখানে,
N= সুতার কাউন্ট
L=  নমুনা সুতার লেন্থ
W= স্যাম্পল সুতার ওয়েট
w= ওজনের একক
l=দৈর্ঘ্যের একক

নিম্নে ডাইরেক্ট কাউন্টের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হলোঃ

(১) টেক্স কাউন্ট(Tex Count) কি?
১০০০ মিটার সুতার ভর যত গ্রাম উক্ত সুতার টেক্স কাউন্ট তত।

যেমনঃ ৫০ টেক্স বলতে বুঝায় যে ১০০ মিটার সুতার ভর ৫০ গ্রাম।একে Nt দ্বারা প্রকাশ করা হয়।

(২) ডেনিয়ার কাউন্ট কি?
৯০০০মিটার সুতার ভর যত গ্রাম উক্ত সুতার ডেনিয়ার কাউন্ট তত।একে Nd দ্বারা প্রকাশ করা হয়।

যেমনঃ ৬০ ডেনিয়ার বলতে বুঝায় যে ৯০০০মিটার সুতার ভর ৬০ গ্রাম।

ইনডাইরেক্ট পদ্ধতি কি?
সুতার একক ভরের দৈর্ঘ্যকে ইনডাইরেক্ট পদ্ধতি বলে। ইনডাইরেক্ট পদ্ধতিতে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। আর কাউন্ট যত কম হবে সুতা তত মোটা হবে।

ইনডাইরেক্ট কাউন্ট (N)=
(L×w)/(l×W)
এখানে,
N= সুতার কাউন্ট
L= স্যাম্পল সুতার লেন্থ
W= নমুনা সুতার ওজন
l=দৈর্ঘ্যের একক
w= ওজনের একক

নিম্নে ইনডাইরেক্ট কাউন্টের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হলোঃ

(১) ইংলিশ কাউন্ট(Ne) কি?
৮৪০ গজ সুতার যতগুলো হ্যাঙ্ক এর ভর ১ পাউন্ড হয়।উক্ত সুতার ইংলিশ কাউন্ট তত। একে Ne দ্বারা প্রকাশ করা হয়।

যেমনঃ Ne বলতে বুঝায় যে, ৮৪০ গজ সুতার ২৪ হ্যাঙ্ক এর ভর ১ পাউন্ড হয়।

(২) মেট্রিক কাউন্ট(Nm) কি?
১০০০ মিটার সুতার যতগুলো হ্যাঙ্ক এর ভর ১ কেজি হয়। উক্ত সুতার মেট্রিক কাউন্ট তত হবে। একে Nm দ্বারা প্রকাশ করা হয়।

যেমনঃ ২৪ Nm বলতে বুঝায় যে ১০০০ মিটার সুতার ২৪ হ্যাঙ্ক এর ভর ১ কেজি হয়।

(৩) ওরস্টেড কাউন্ট কি?
৫৬০ গজ সুতার যতগুলো হ্যাঙ্ক এর ভর ১ পাউন্ড হয়। উক্ত সুতার ওরস্টেড কাউন্ট তত। একে Nwor দ্বারা প্রকাশ করা হয়।

কটনের জন্যঃ
১৬ আউল = ১ পাউন্ড
৪৫৩.৬ গ্রাম  = ১ পাঃ
৮৪০ গজ = ১ হ্যাংক
৩৬ ইঞ্চি = ১ গজ
১ লী = ১২০ গজ
৭০০০ গ্রেইন = ১ পাঃ
১ কেজী = ২.২০৪ পাঃ
১ মিটার = ১.০৯ গ্রাম
১ মিটার = ১০০০ মি.মি.
১ গজ = ২.৫৪ সে.মি.
১ গজ = ২৫.৪ মিটার
১ মিটার = ১০০ সে.মি.
কটন কাউন্ট * টেক্স = ৫০৯.৫
কটন কাউন্ট* ডেনিয়ার=৫৩১৫
ডেনিয়ার=৯* টেক্স

সুতার কাউন্ট
সুতার কাউন্ট ও জিএসএম

কাউন্ট এবং GSM এর মধ্যে সম্পর্ক?

পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে কাউন্ট বেশি হলে সুতা সুক্ষ হয় তাই কাপড়ের জিএসএম কম হয়।

আর প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে কাউন্ট বেশি হলে সুতা মোটা হয় তাই কাপড়ের জিএসএম বেশি হয়।
Next Post Previous Post