ডাইং করার নিয়ম?

ডাইং করার নিয়ম?

  • ল্যাপ ডিপ প্রস্তুতকরণ (Lab dip preparation)
  • ল্যাপ ডিপ ক্রেতার কাছে পাঠানো (Lap dip sending to buyer)
  • ক্রেতার অনুমোদন (Buyer approval)
  • ক্রেতার অনুমোদন সাপেক্ষে উৎপাদনের ব্যবস্থা করা (Order place for bulk product)
  • কাঁচামাল প্রস্তুতকরণ (Raw material Preparation)
  • রংকরণ (Dyeing)
  • ওয়াশকরণ (Washing)
  • ফিনিশিং (Finishing)
ডাইং মেশিন
ডাইং মেশিন

ল্যাপ ডিপ প্রস্তুতকরণ (Lab dip preparation)

  • রং নির্বাচন ও রেসিপি প্রস্তুতকরণ। 
  • তিনটি মৌলিক রঙের সমন্বয় হওয়া। 
  • ক্রেতার চাহিদা মোতাবেক রঙের ফাস্টনেস হওয়া। 
  • রংকরণের খরচ যতটুকু সম্ভব কমানো। 
  • রংটি স্টকে ও মার্কেটে আছে কিনা তা লক্ষ্য রাখা। 
  • আলোতে রঙের শেড এর তারতম্য না ঘটা। 

ল্যাপ ডিপ ক্রেতার কাছে পাঠানো (Lap dip sending to buyer)

ল্যাপ ডিপ তৈরি করার পর ল্যাপ ডিপ ক্রেতার কাছে পাঠাতে হবে। 

ক্রেতার অনুমোদন (Buyer approval)

যদি ক্রেতার অনুমতি পাওয়া যায় তবে উৎপাদনে যেতে হবে এবং ক্রেতার অনুমোদন না পাওয়া গেলে সংশোধন করে পুনরায় ক্রেতার কাছে পাঠাতে হবে।

ক্রেতার অনুমোদন সাপেক্ষে উৎপাদনের ব্যবস্থা করা (Order place for bulk product)

ক্রেতা যে পণ্যের অনুমতি দিবে সেই পণ্য উৎপাদনের ব্যবস্থা করতে হবে।

ডাইং কালার
ডাইং কালার

কাঁচামাল প্রস্তুতকরণ (Raw material Preparation)

ব্যাচ তৈরি করতে হবে এবং ল্যাপ থেকে রেসিপি সংগ্রহ করতে হবে। 

রংকরণ (Dyeing)

স্যাম্পল পরিক্ষা করতে হবে এবং ক্রেতার অনুমোদিত শেডের সাথে না মিললে রিডাইং করতে হবে।

ওয়াশকরণ (Washing)

ভাল ফাস্টনেস এর জন্য ভালভাবে ওয়াশ করতে হবে।

ফিনিশিং (Finishing)

ফিনিশিং করার সময় জিএসএম, শ্রিংকেজ ও টুইস্টিং প্রভৃতি ক্রেতার গ্রহণযোগ্য সীমার মধ্যে যেন না হয় তা লক্ষ রাখতে হবে। 
Next Post Previous Post