কাপড়ের ph কি | ডাইং ফিনিশিং প্রিট্রিটমেন্ট ও আফটার ট্রিটমেন্ট এর pH এর রেঞ্জ

Ph এর পূর্ণরূপ কি?

pH এর পূর্ণরুপ হচ্ছে (Pouvior Hydrogene)। তাছাড়া pH এর সংক্ষেপটি এসেছে মূলত ফরাসি বাক্যাংশ pouvoir hydrogène থেকে। Pouvior এর অর্থ হচ্ছে সামর্থ্য থাকা ও শক্তি। 

ইংরেজিতে অনুবাদ করলে যা দাঁড়ায় যে, power of hydrogen কিংবা potential of hydrogen. Pouvior Hydrogene যার অর্থ হচ্ছে হাইড্রোজেন শক্তি।

Ph এর আভিধানিক অর্থ কি?

pH এর আভিধানিক অর্থ হল হাইড্রোজেন আয়নের ক্ষমতা।

পি এইচ কি?

কোন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) তথা হাইড্রেনিয়াম আয়ন (H30+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের PH বলা হয়। মোটকথা হাইড্রোজেন আয়নের ঋণাত্নক লগারিদমকে pH বলে।

pH কত প্রকার ও কি কি?

pH দুই ধরনের হয়ঃ
  • Acidic(অম্লীয়,অ্যাসিডযুক্ত)
  • Alkaline(ক্ষারীয়) 
pH এর মান যদি ৭ এর চেয়ে কম হয় তবে তা হবে Acidic(অম্লীয়) এবং ৭ এর চেয়ে বেশি হলে তা হবে Alkaline (ক্ষারীয়) 

PH নির্ণয়ের সুত্র?

PH নির্ণয়ের সুত্রটি হচ্ছে log(H+)।

কাপড়ের ph কি?

PH এসিডিক ও এলকালাইন দুই ধরনের হয়। তবে টেস্ট এর সময় এসিডিক PH কমলা কালার শো করে আর এলকালাইন PH ব্লু কালার শো করে থাকে। রিয়েক্টিভ ডাইং করার সময় ডাই দেয়ার আগে PH মেপে নিতে হবে। এবং ডাইং এর সময় ডাই দেয়ার আগে PH এলকালাইন হওয়া যাবে না। 

এতে করে কালারে আন ইভেন হতে পারে। কারণ হচ্ছে এতে ডাই লেভেল হওয়ার আগে ফিক্স হয়ে কালার আন ইভেন হয়।
রিয়েক্টিভ ডাইজ এর pH এলকালাইন হয়  কিন্ত pH কতো হবে তা নির্ভর করে তার সেড % এর উপর। সেড % বেশি হলে কিংবা ডার্কার সেড হলে তার pH বাড়াতে হবে। 

আবার সেড % কমলে pH এর পরিমাণ কম হয়। যেমনঃ লাইট সেড এর জন্য pH কম লাগবে। লিকুইড এর PH মাপতে স্ট্রিপ ব্যবহার করা হয়ে থাকে। আর ম্যাটেরিয়াল এর PH মাপতে PH ইন্ডিকেটর সলিউশন ব্যবহার করা হয়। আফটার ফিনিশিং বায়ার এর Expected PH 6 -7 হবে। ও এনজাইম ট্রিটমেন্ট এর জন্য PH টেস্ট অতীব প্রয়োজন। 
Ph স্কেল
Ph স্কেল
এনজাইম এক প্রকার লাইভ সেল কিংবা জীবত কোষ যারা অম্লীয় মাধ্যমে কাজ করে। আর তাই এনজাইম এর PH এসিডিক হতে হয় ৫-৬ হয়। প্রাসপিরেশন টেস্ট কিংবা ঘামে কালার ফাস্টনেস মাপার জন্য একবার অ্যাসিডিক আর এক বার এলকালাইন রিএজেন্ট দিয়ে কেন মাপা হয় জানেন। মেয়েদের ঘাম এসিডিক ও পুরুষ এর ঘাম এলকালাইন হওয়ার জন্য। 

ওভেন ডাইং এর সময় মার্সারাইজেশন এর পর ওয়াশ করে ডাইং এর আগে কাপড় এর PH চেক করে নেওয়া হয়। এক্ষেত্রে কাপড়ের pH 7-8 থাকলেই কাপড় ডাইং এর উপোযোগী হব। পলিস্টার ডাইং এর জন্য pH এসিডিক হতে হয়। নীট, ইয়ার্ন এর ক্ষেত্রে এনজাইম ওয়াশের আগে, ডাইং ডজিং এর আগে pH চেক করে নেয়া লাগে।

বায়ার এর এক্সসেপ্টেবল  pH রেঞ্জ হবে 4.5-8 Adult, Kids
pH পরিমাপ করা হয় টেস্টিং স্টেন্ডার্ড মেথোড ISO 3071 -2005 

pH পরিমাপের পদ্ধতিসমূহ?

  • ইউনিভার্সাল নির্দেশক (Universal Indicator)
  • pH পেপার
  • লিটমাস পেপার
  • pH মিটার

ইউনিভার্সাল নির্দেশক (Universal Indicator) 

Universal indicator এর ক্ষেত্রে একটি কালার চার্ট ব্যবহার করা হয়ে থাকে। যা ভিন্ন ভিন্ন দ্রবণে বিভিন্ন ধরনের বর্ণ ধারণ করে থাকে।

pH পেপার

কোন ধরনের অজানা pH মানের দ্রবণের মান জানার জন্য এই পিএইচ পেপার ব্যবহার করা হয়। তাছাড়া কোন দ্রবণে এক টুকরা pH পেপার যোগ করলে তা থেকে একটি রঙ ধারণ করে। আর এই রঙ মিলানোর জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট ব্যবহার করা হয়ে থাকে।

লিটমাস পেপার

লিটমাস পেপার দুই ধরণের রঙ ধারণ করে থাকে যা হল লাল ও নীল। pH এর মান সাত থেকে কম হলে মানে এসিডীয় হলে পেপার লাল হয়। অন্যদিকে সাত এর চেয়ে বেশি হলে মানে ক্ষারীয় হলে তা নীল রং ধারণ করে থাকে।

pH মিটার

পিএইচ মিটারের ইলেক্ট্রোডকে অজানা দ্রবণে ডুবিয়ে তা থেকে ডিজিটাল ডিসপ্লেতে সরাসরি এর মান সহজে দেখা যায়।

ডাইং ফিনিশিং প্রিট্রিটমেন্ট ও আফটার ট্রিটমেন্ট এর pH এর রেঞ্জ?

  • স্কাওয়ারিং pH = 12.5
  • আফটার এলকালি এডিশন pH =10.5-11
  • পার অক্সাইড ব্লিচিং pH =10.5-11
  • এনজাইম বায়োপলিশিং pH =4.5
  • আফটার ডাইং pH =5-6
  • ডাইং লেভেলিং pH =6.5
  • সল্ট pH =7-8
  • রিয়েক্টিভ ডাইং pH =10.5-11.5
  • ডিস্পার্স ডাইং  pH =4.5-6
  • ক্যাটায়নিক সফেনার pH =4-5
  • বিফোর লেভেলিং pH =6-6.5
  • সিলিকন সফেনার pH =5.5-6
  • সফেনার pH =6.5
  • ইনিশিয়াল ডাই বাথ pH =5.5-6.5
  • নিউট্রালাইজেশন pH =5.5-6.5
Next Post Previous Post