কনজুমার গ্রুপ কি | স্টোর ফ্যাশন ইমেজ কি | কনজুমার গ্রুপের স্টোর নীতি

কনজুমার গ্রুপ কি?

স্টোর ফ্যাশন ভাবমূর্তিকে কনজুমার গ্রুপে রূপান্তর বা Conveyed করার পদ্ধতি বা কৌশল ভিন্নরকম। কনজুমার গ্রুপ বলতে পণ্য সামগ্রী ক্রয় বা বিক্রয় করে সদস্যদের সাংগঠনিক গ্রুপকে কনজুমার গ্রুপ বলে।

কনজুমার গ্রুপ
কনজুমার গ্রুপ

স্টোর ফ্যাশন ইমেজ কি?

স্টোর ফ্যাশন ইমেজ বলতে প্রচলিত ফ্যাশনের ভাবমূর্তিকে সংরক্ষণ বা মজুত রাখাকেই স্টোর ফ্যাশন ইমেজ বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে পূর্বে প্রচলিত পোশাক-পরিচ্ছদ জুয়েলারি কসমেটিক্স ইত্যাদি। বর্তমান যুগে এগুলো আবার কনজুমার গ্রুপের সাহায্যে পুনরায় ব্যবহার হয়ে আসছে। 

কনজুমার গ্রুপের স্টোর নীতি?

নিম্নে স্টোর নীতিগুলো উল্লেখ করা হল-
  • কোন কনজুমার প্রোডাক্ট নির্দিষ্ট সময়ে বেশি মজুত রাখা যাবে না। 
  • প্রতিটি প্রোডাক্টের গায়ে উৎপাদিত তারিখ লিপিবদ্ধ থাকতে হবে। 
  • প্রতিটি প্রোডাক্টের গায়ে উৎপাদিত তারিখের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ এর তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে। 
  • সাবধানতার সাথে পণ্যসামগ্রী স্থানান্তর করতে হবে। 
  • এ কাজে নিয়োজিত শ্রমিকদের পারিশ্রমিক নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। 
  • চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
  • প্রতিটি কনজুমার প্রোডাক্টের মোড়ক আর্কষণীয় হতে হবে। 
  • প্রতি কনজুমার গ্রুপের পণ্যসামগ্রী তার গুণগতমানের সমতুল্য হতে হবে। 
  • ক্রেতার চাহিদা মেতাবেক কনজুমার গ্রুপের প্রতিটি পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে মজুদ রাখতে হবে। 
পরিশেষে বলা যায় উপরোক্ত নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমেই কনজুমার গ্রুপের পণ্য সামগ্রীকে একটি সুনির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠা করা সম্ভব। 
Next Post Previous Post