গার্মেন্টস ডিফেক্ট কি | গার্মেন্টস ডিফেক্ট এর নাম | গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার

গার্মেন্টস ডিফেক্ট কি?

গার্মেন্টসের ক্ষেত্রে ডিফেক্ট হল সেই সকল ত্রুটি। যার কারণে গার্মেন্টসটি বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয়। আরেকটু সহজভাবে বলতে গেলে ডিফেক্ট হল গার্মেন্টসের সেই সকল অসঙ্গতি বা ত্রুটি যার কারণে ক্রেতা পণ্যটি গ্রহণ করে না।

গার্মেন্টস ডিফেক্ট
গার্মেন্টস ডিফেক্ট

গার্মেন্টস ডিফেক্ট এর নাম?

গার্মেন্টস ডিফেক্ট এর নাম হল Broken Stitch, Brocken Button, Brocken Seam, Hole, Stain, Spot ইত্যাদি হল
গার্মেন্টস সব সময় বায়ারের চাহিদা অনুযায়ী গুণগত মানের পোশাক তৈরি করে। কিন্তু যখন এই গুণগত মানের পোশাক তৈরি করা হয় না তখন ওই পোশাকটি মাইনরটি ডিফেক্ট এর কাতারে পরে।

ক্রিটিকাল ডিফেক্ট কি?

পোশাক যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায়। মানে পোশাক তার বিক্রয় যোগ্যতা হারায় তখন তাকে ক্রিটিকাল ডিফেক্ট বলে। ক্রিটিকাল ডিফেক্ট খুবই মারাত্মক হয়। কারণ হল ইন্সপেকশন এর একটি পোশাকের মধ্যে ক্রিটিকাল ডিফেক্ট ধরা পড়লে পুরো লট রিজেক্ট হয়ে যায়।

উদাহরণ হিসেবে বলা যায়ঃ
  • এক বায়ারের পোশাকের মধ্যে অন্য কোন বাজারের পোশাকের লেবেল ব্যবহার করা।
  • বায়ারের ফুল রিকয়ারমেন্ট অনুযায়ী পোশাক তৈরী করা না হলে।
  • পোশাকের ব্র্যান্ড লেবেলে কোন ধরনের সমস্যা হলে।
  • পোশাকের কেয়ার লেবেলে সমস্যা থাকলেও ক্রিটিকাল ডিফেক্ট হয়।
Next Post Previous Post