পোশাক তৈরির জন্য কাপড় নির্বাচন?

কাপড় নির্বাচন
কাপড় নির্বাচন
পোশাক তৈরির জন্য কাপড় নির্বাচন করতে নিম্নলিখিত বিষয়াদি বিবেচনা করতে হয়ঃ
  • ক্রেতা কর্তৃক প্রদত্ত কাপড়ের বৈশিষ্ট্য
  • কাপড়ের প্রস্থ
  • কাপড়ের গুণাগুণ
  • রঙের স্থায়িত্ব
  • সীম ক্ষমতা
  • সীম পাকার
  • পোশাকের প্রস্থ
  • পোশাকের ব্যবহার
  • কাঁচামাল তথা কাপড়ের খরচ

ক্রেতা কর্তৃক প্রদত্ত কাপড়ের বৈশিষ্ট্য কি?

ক্রেতা যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করে যেমনঃ EPI, PPI, Ozs / yds2 ইত্যাদি বৈশিষ্ট্যসমূহ নমুনা অনুযায়ী হতে হবে।  

ফেব্রিকের প্রস্থ কি?

কাপড়ের প্রস্থ বেশি হলে অপচয় কম হয়। কাজেই একই গুণাবলির একাধিক বহরের কাপড় পাওয়া গেলে বেশি বহরের কাপড় নির্বাচন করা হয়। 

কাপড়ের গুণাগুণ কি?

ক্রেতার অর্ডার অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ কাপড়ের মজুদ বাজারে আছে কিনা বা সহজলভ্য কি না তা বিবেচনা করে কাপড় নির্বাচন করতে হবে। 

আরও পড়ুনঃ 

রঙের স্থায়িত্ব কি?

কাপড়ের রং পাকা বা স্থায়ী হওয়া অত্যাবশ্যক। অর্থাৎ ধৌতকরণে, সূর্যলোকে, ঘর্ষণে এবং ঘামে যেন রং উঠে না যায় সেদিকে দৃষ্টি রেখে কাপড় নির্বাচন করতে হবে।

সীম পাকার কি?

পোশাক সেলাইয়ের সময় সেলাই রেখা বরাবর কাপড় যেন কুঁচকে না যায় সেদিকে লক্ষ্য রেখে কাপড় নির্বাচন করতে হয়।

কাপড়
কাপড়

পোশাকের ব্যবহার কি?

যদি ক্রেতা প্রদত্ত নির্দেশনাবলী ছাড়া কাপড় নির্বাচন করতে হয়। তবে ক্রেতাকে অবশ্যই কাপড়টি কি কাজে ব্যবহৃত হয়। সেদিকে দৃষ্টি রেখে কাপড় নির্বাচন করতে হবে। যেমনঃ
  • পরিধেয় বস্ত্র 
  • শিল্পসামগ্রীতে ব্যবহার 
  • গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য
  • গৃহের বাইরে ব্যবহারের জন্য 

পরিধেয় বস্ত্র কি?

পরিধেয় বস্ত্রের জন্য শার্ট, প্যান্ট, সেলোয়ার-কামিজ ইত্যাদির জন্য কাপড় নির্বাচন করতে হলে ব্যবহারকারীর বয়স ও লিঙ্গ এবং কাপড়ের ঝুলে পড়ার গুণ, এয়ার এবং ওয়াটার পারমিয়াবিলিটি, নমনীয়তা, হ্যান্ডেল ইত্যাদি গুণাবলি কি রকম তা বিবেচনা করে কাপড় নির্বাচন করতে হবে। 

শিল্পসামগ্রীতে ব্যবহার কি?

এ ধরণের পোশাক হল ফিল্টার ক্লথ, অ্যাপ্রোন ইত্যাদি তৈরীর জন্য কাপড়ের এসিড, অ্যালকালি ও অন্যান্য রাসায়নিক পদার্থের প্রতিরোধ ক্ষমতা কীরুপ তা বিবেচনা করতে হবে। 

আরও পড়ুনঃ

গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য কি?

এ ধরনের পোশাক যেমনঃ বিছানার চাদর, বিছানার কভার, বালিশের কভার, পর্দা ইত্যাদি তৈরীর জন্য কাপড় নির্বাচন করতে কাপড়ের পুরুত্ব, সোজা, খাপি ও ছাপা কাপড়ের ক্ষেত্রে ছাপার নকশা ইত্যাদি বিবেচনা করতে হবে। 

গৃহের বাইরে ব্যবহারের জন্য কি?

এধরনের কাপড় যেমনঃ কার টপ (গাড়ির ঢাকনি) নৌকার পাল, প্যারাসুট ইত্যাদি তৈরীর জন্য কাপড়টি বাতাস এবং পানি নিরোধক কি না এবং ব্যাকটেরিয়া দ্বারা কীরুপ ক্ষতিগ্রস্ত হয় তা বিবেচনা করতে হয়। 

কাঁচামাল তথা কাপড়ের খরচ কি?

যেকোন কাজে ব্যবহারের জন্য ক্রয়ের পূর্বে কাপড়ের মূল্য কিরূপ হবে তা অবশ্যই বিবেচনা করতে হবে।
Next Post Previous Post