টেক্সটাইল জব ভাইভা?

টেক্সটাইল ভাইভা

টেক্সটাইল শব্দের অর্থ কি?
টেক্সটাইল শব্দটি হল ল্যাটিন, বিশেষণ টেক্সটিলিস (textilis) থেকে এসেছে, যার অর্থ হল 'বোনা', যা নিজেই টেক্সটাস থেকে উদ্ভূত অর্থাৎ the past participle of the verb texere টেক্সার to weave যার অর্থ হল বোনা।

টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়?
টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম ওভেন বা বোনা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার হয়। 

টেস্টিং শব্দের অর্থ কি?
টেস্ট শব্দের অর্থ পরীক্ষা আর টেস্টিং শব্দের অর্থ পরীক্ষার উপায় বা পরীক্ষণ। 

টেস্টিং কাকে বলে?
বিভিন্ন পদার্থের গুণাবলী নিরুপনের পদ্ধতিকেই টেস্টিং বা পরীক্ষণ বলে।

টেক্সটাইল টেস্টিং কাকে বলে?
যখন পরীক্ষণের বস্তু বা দ্রব্য হিসেবে কোন টেক্সটাইল পণ্য অর্থাৎ ফাইবার, সুতা ও কাপড়ের গুণাবলী বা এগুলো দ্বারা উৎপাদিত পণ্যের গুণাবলী পরীক্ষণের জন্য নেয়া হয় তখন তাকে টেক্সটাইল টেস্টিং বলা হয়।

স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর সংজ্ঞা দাও?
যে সংস্থা উৎপাদিত পণ্য বা সেবার মানের সর্বাধিক গ্রহণযোগ্য পর্যায় অর্থাৎ কোয়ালিটি লেবেল নির্ধারন করে থাকে, তাকে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলে।

স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কত প্রকার?
দুই প্রকার যথাঃ 
  • ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন
  • ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন
টেক্সটাইল টেস্টিং বলতে কি বুঝ?
টেক্সটাইল শিল্পে টেস্টিং বলতে টেক্সটাইল পণ্যদ্রব্য যেমনঃ আঁশ, সুতা, কাপড় ইত্যাদির কাঙ্ক্ষিত মান বা গুণাগুণ যাচাই করাকে বুঝায়।

কাপড়ের শক্তি বলতে কি বুঝ?
কাপড়ের শক্তি বলতে কাপড়ের আঁশ বা সুতা ছিড়ার কতটুকু টান সহ্য করতে পারে।

টেনসাইল স্ট্রেংথ কাকে বলে?
কাপড় বা ফেব্রিকের টানা ও পড়েনের দিকে কাপড়ের ছিঁড়ে যাওয়ার শক্তি নির্ণয় করাকে কাপড়ের টেনসাইল স্ট্রেংথ বলে।

স্ট্রিপ শব্দের অর্থ কি?
স্ট্রিপ শব্দের অর্থ কাপড়ের সরু ফালি।

ব্রাস্টিং অর্থ কি?
ব্রাস্টিং অর্থ ফেটে যাওয়া।

কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক কি?
কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক গজ বা মিটার।

নমুনায়ন কি?
বৃহৎ অংশ থেকে বাছাই করার প্রক্রিয়াটিই হচ্ছে নমুনায়ন।

কাপড়ের পুরত্ব নির্ণয়ের দুটি যন্ত্রের নাম লিখ?
  • হীলস থিকনেস গেজ
  • দি শার্লি থিকনেস গেজ
কাপড়ের পুরত্ব নির্ণয়ে সর্বাধিক ব্যবহৃত যন্ত্র কোনটি?
হীলস থিকনেস গেজ।

কত পুরত্বের কাপড় পরিমাপ করা যায়?

০.০০০০৫ থেকে ০.০০৫ ইঞ্চি।

ক্রিম্প কি?
ঢেউ বা কোঁকড়ানো অবস্থাই হল ক্রিম্প।

ক্রিম্প এর সংজ্ঞা দাও?

কাপড়ে বুননকৃত অবস্থায় একটি সুতার দৈর্ঘ্য এবং ঐ সুতাটি কাপড় হতে খোলার পর যে দৈর্ঘ্য পাওয়া যায়, এ দু’য়ের পার্থক্যকে ক্রিম্প বলে।

এয়ার পারমিয়্যাবিলিটি কি?
কাপড়ের ১ বর্গ সে.মি. স্থান দিয়ে প্রতি সেকেন্ডে ১ সে.মি. পানির চাপবিশিষ্ট যত ঘন সে.মি আয়তনের বাতাস প্রবাহিত হয় তাকে ঐ কাপড়ের এয়ার পারমিয়্যাবিলিটি বলে।

ক্রিজ কাকে বলে?
কাপড় বা সুতার আকৃতির পরিবর্তনকে ক্রিজ বলে।

কোন কাপড়ের ক্ষেত্রে ক্রিজ গ্রহণযোগ্য?
ক্রেপ কাপড়ের ক্ষেত্রে।

ক্রিজ রেজিস্ট্রান্স কি?
যে গুণাবলির কারণে কাপড় মোচড়ানোর ফলেও কাপড়ে কোন রকম ক্রিজ বা ভাঁজ পড়ে না তাকে ক্রিজ ক্রিজ রেজিস্ট্রান্স বলে।

কাপড়ের গুণাবলিকে সাধারণত কি উপায়ে প্রকাশ করা হয়?
গাণিতিক সংখ্যার সাহায্যে।

স্টিফনেস এর সাথে ড্রেপ এর সম্পর্ক কি?
স্টিফনেস বাড়লে ড্রেপ কমে এর স্টিফনেস কমলে ড্রেপ বাড়ে।

স্টিফনেস পরিমাপক দুটি যন্ত্রের নাম লিখ?
  • দি শার্লি স্টিফনেস টেস্টার
  • দি হার্ট লুপ টেস্টার
কাপড়ের ড্রেপ এর সংজ্ঞা দাও?
ড্রেপ অর্থ ঝুলে পড়া। যে গুণাবলির কারণে কাপড় তার নিজের ওজনে গড়িয়ে ঝুলে পড়ার প্রয়াস পায়, তাকে ড্রেপ বলে।

কাপড়ের সংকোচন কত প্রকার?
দুই প্রকার যথাঃ
  • রিলাক্সেশন
  • ফেল্টিং
কাপড়ের ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা কাকে বলে?
যে গুণাবলির কারণে ঘর্ষন বা অ্যাব্রেশনকে বাধা প্রদান করে বা করতে চায়, তাকে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা বলে।

ফাস্টনেস কি?
টেক্সটাইল দ্রব্য ও পণ্যসামগ্রী ব্যবহারের পরে রং এর স্থায়িত্বকে ফাস্টনেস বলে।

টেকোমিটার কি?
টেকোমিটার এমন একটি যন্ত্র, যার সাহায্যে বিভিন্ন ধরনের গতি পরিমাপ করা হয়।

পরিদর্শন কেন করা হয়?
উৎপাদিত পোশাকের গুণগত মান নিশিত করার জন্য।

পোশাকের ত্রুটিগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে যথাঃ
  • মেজর ডিফেক্ট
  • মাইনর ডিফেক্ট
  • ক্রিটিক্যাল ডিফেক্ট
গার্মেন্টস কারখানায় পরিদর্শন কয়টি ধাপে করা হয়?
তিন ধাপে যথাঃ
  • কাঁচামাল পরিদর্শন
  • প্রক্রিয়ার মধ্যে পরিদর্শন
  • চূড়ান্ত পরিদর্শন
সকল ধরনের রং যাচাইয়ের জন্য কয় পিস পোশাক পরিদর্শন করা হয়?
৩ পিস।

কি কি কারণে সিম দুর্বল হয়?
সেলাই সুতার দুর্বলতা, ত্রুটিপূর্ণ সেলাই, ভুল সাইজের সেলাই সুতা নির্বাচিন করা ইত্যাদি।

সেলাইয়ের গুণাগুণ বলতে কি বুঝ?
সেলাইয়ের আদর্শ মানকে বুঝায়।

শেড ম্যাচিং বলতে কি বুঝ?
সেলাই সুতা ও কাপড়ের সঙ্গে একই হওয়াকে বুঝায়।

সিমেট্রিক্যাল কাপড় কাকে বলে?
যে সকল কাপড়ের ফেইস ও ব্যাক একই রকম দেখতে তাকে সিমেট্রিক্যাল কাপড় বলে।

weft নিটিং এর  স্টিচ কয়টি?
৩টি যথাঃ
  • প্লেইন নিট স্টিচ
  • পার্ল স্টিচ
  • রিব স্টিচ
কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?
  • গ্রে কটন
  • ব্লিচ কটন
কালার অথবা ডাইড কটন ফেব্রিক
প্লাই ইয়ার্ন কি?

২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

কম্বেড এবং কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?
কার্ডেড ইয়ার্ন।

সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
কটন (Cotton) ফাইবার।

প্রথম আবিস্কার করা crop ফাইবার এর নাম কি?
ফ্লাক্স ফাইবার।

প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?
পলি এমাইড ফাইবার বা Nylon Fibre.

প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উল (wool) ফাইবার।

সিঙ্গেল এবং ডাবল জার্সির মধ্যে কোনটির কারলিং টেনডেনসি প্রপারটিজ শো করে?
সিংগেল জার্সির

কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?
কার্ডিং

ডাইং এর আত্মা বলা হয় কাকে?

স্কাওরিং এবং ব্লিচিংকে।

বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?
লাইন।

কত ধরনের ডাইং মেথড আছে এবং কি কি?
স্টোক ডাইং, টপ ডাইং, ইয়ারন ডাইং, পিচ ডাইং, গার্মেন্টস ডাইং এবং ডোপ ডাইং মেথড।

কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?
সিল্ক (Silk) ফাইবার।

ডিসপোজাল গার্মেন্টস কি?
এক বার ব্যবহার করা গার্মেন্টসকে বলা হয়।

ফাইবার ফিজিকেলী কত প্রকার?
২ প্রকার যথাঃ
  • স্টেপল ফাইবার এবং
  • ফিলামেন্ট ফাইবার
কি কি ধরনের কেমিক্যাল প্রছেছ ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?
  • স্কাওরিং
  • ব্লিচিং
  • ব্লিচ ক্লিন আপ
  • ডি-সাইজিং
  • ফেব্রিক সফেনিং
  • মার্সারাইজেশন
বাইন্ডার কখন ব্যবহার করা হয়?
  • পিগমেন্ট ডাইং
  • ফ্লোরোসেন্ট ডাইং
  • প্রিন্টিং
পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?
কিউরিং।

মার্সারাইজেশন এর প্রধান উদেশ্য কি?
ফেব্রিকের শক্তি, উজ্জলতা, এবজরবেনসি বাড়াতে সাহায্য করে।

মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?
ওভেন কাপড়ে।

হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?
ওভেন সিনজিং এবং নিট কাপড় বায়ো-টেকনোলজি।

ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইস দিয়া?
  • ভ্যাট ডাইজ
  • সালফার ডাইজ
কোয়ালিটি ইন্সপেক্টর কি?
কোয়ালিটি অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর অর্থ মান বা গুন পরিদর্শক।

এসপিআই (SPI) কি?
Stitch Per Inchi বা এক ইঞ্চিতে কয়টি সেলাই।

গার্মেন্টস (Garments) অর্থ কি?
পোশাক।

DTM এর Full Meaning কি?
DTM এর Full Meaning হল Dying to Match বা রঙের সাথে মিল থাকা।

AQL এর পূর্ণরূপ কি?
Acceptable Quality Lebel বা গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।

CB এর Full Meaning কি?
CB এর Full Meaning হচ্ছে Centre Back.

GTM এর Full Meaning কি?
GTM এর Full Meaning হল Garments Total Management বা মোট গার্মেন্টস ব্যবস্থাপনা।

HPS এর Full Meaning কি?
HPS এর Full Meaning হল High Point Shoulder.

LPS এর Full Meaning কি?
Low Point shoulder.

ডিফেক্ট কত প্রকার?

ডিফেক্ট তিন প্রকারঃ
  • Major Problem বা বড় ধরনের সমস্যা
  • Minor Problem বা ছোট ধরনের সমস্যা
  • Critical Problem বা ক্ষুদ্র ধরনের সমস্যা
সেলাই কি?
দুইটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে।

ব্রকেন স্টিচ কি?
দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হল সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রকেন স্টিচ বলা হয়। 

স্কিপ স্টিচ কি?
সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে তাকে স্কিপ স্টিচ বলে।

প্লিট কি?
সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে প্লিট বলে।

ওপেন স্টিচ কি?
সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে ওপেন স্টিচ বলে।

একটি ইঞ্চি টেপে কত cm থাকে?
একটি ইঞ্চি টেপে ১৫০ cm থাকে।

একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি থাকে।

একটি ইঞ্চি টেপে কত ফুট থাকে?
একটি ইঞ্চি টেপে ৫ ফুট থাকে।

১০ mm সমান কত cm?
১০ mm সমান 1 cm.

১ ইঞ্চি সমান কত cm?
১ ইঞ্চি সমান 2.54 cm.

১ মিটার সমান কত cm?
১ মিটার সমান ১০০ cm.

১ মিটার সমান কত ইঞ্চি?
১ মিটার সমান 39.37 ইঞ্চি।

১ ইঞ্চি সমান কত সুতা?
১ ইঞ্চি সমান ৮ সুতা।

ভ্যাট ডাইজের রাবিং ফাস্টনেস কত?
২-৩

কালার থিওরী কয়টি এবং কি কি?
২টি যথাঃ
  • পিগমেন্ট
  • লাইট থিওরী
কি দিয়ে সব ধরনের কাপড় কালার করা যায়?
পিগমেন্ট।

টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?

বাই হিটিং।

ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?
৩০-৬০

ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?
ডিরেক্ট স্লাইভার থেকে।

মসলিন কাপড়ের কাউন্ট কত?

৩০০ Ne

স্লাইভার এর কাউন্ট কত?
০.১ Ne

রোভিং এর কাউন্ট কত?
১-৩ Ne

পপলিনের কাউন্ট কত?
40 Ne

লুঙ্গির কাউন্ট কত?
৩০ Ne

নরমাল শার্টের কাউন্ট কত?
৩০-৪০

ভয়েল ফেব্রিকের কাউন্ট?
৬০

ড্রইং মেশিনের কাজ কি?
  • ড্রইং
  • ডাবলিং
  • ড্রাফটিং
সিমপ্লেক্স মেশিনের ইনপুট এবং আউট পুট কি?
ড্রইং স্লাইভার – রোভিং

রিং ফ্রেম মেশিনের ইনপুট এবং আউটপুট কি?

রোভিং – ইয়ার্ন

ড্রইং মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
স্লাইভার।

কম্বার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
ল্যাপ – স্লাইভার

সুপার ল্যাপ ফরমার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
ড্রইং স্লাইভার – ল্যাপ

ড্রইং মেশিনে কয়টি কেম ফিট করতে হয়?
৬-৮টি।

রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে?

নিউমোফিল বা pneumafil

কম্বার মেশিনের ওয়েস্ট কে কি বলা হয়?

লয়েল (noile) ইহা ১২-১৮% হতে পারে।

ডাইং এর গুরুত্বপূর্ন বিষয় কয়টি?

২টি যথাঃ 
  • কালার ফাস্টনেস এবং 
  • কালার মেচিং
সেল্ফ শেড কি?
১টি মাত্র ডাইছ দিয়া কাপড় রং করাকে  সেল্ফ শেড বলে।

টোনাল ডিফারেন্স কি?
১টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্যকে বলে।

নেপ কাউন্ট কি?
১ ইঞ্চি স্কায়ার এ যতটা নেপ থাকে তাকে বলে।

ডাইং এর ইউটিলিটজ কি কি?

পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস ইত্যাদি।

টেক্সটাইল ফাইবারের মিনিমাম  স্ট্রেনথ  কত?
6 CN/TEX

কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?
৮.৫%

উল এর MR% কত?
১৬%

পলিএস্টার এর MR% কত?
০.৪%

সিল্ক এর  MR% কত?
১১%

টুইস্ট কত প্রকার?
২ প্রকার যথাঃ
  • S twist
  • Z twist
রিং ইর্য়ান কোন টুইস্টে বুনন হয়?
Z twist

রোটর ইর্য়ান কোন টুইস্ট প্রসেস?
S twist

ইনডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট থাকে?
ভর ফিক্সট

কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন করা হয়?
মাক্রোনিয়ার ভ্যালু।

স্টেপল লেংথ কি?
ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।

পিচ কি?
১টি নিডেল থেকে অন্য ১টি নিডেলের ডিসটেন্সকে পিচ বলে।

নিটিং কত প্রকার?
২ প্রকার যথাঃ
  • warp knitting
  • weft knitting
Warp knitting এর ইলিমেন্ট কি কি?
  • নিডেল
  • ক্যাম
  • সিনকার
  • গাইড
weft knitting এর ইলিমেন্ট কি কি?
  • নিডেল
  • সিনকার
  • ক্যাম
কত সেট সুতা ব্যবহার করা হয়  নিটিং করতে?
১ সেট সুতা।

কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং করতে?
২ সেট সুতা।

নিডেল কত প্রকার?
৩ প্রকার যথাঃ
  • লেচ নিডেল
  • বিয়ারড নিডেল
  • কমপাউন্ড নিডেল
নিটের কাপড় কত ধরনের হয়?
২ ধরনের যথাঃ 
  • cutting 
  • sew knit wear
নিটিং এর  স্টিচ কত প্রকার?
৩ প্রকার যথাঃ
  • নিট স্টিচ
  • টাক স্টিচ
  • মিস স্টিচ
ক্যাম কত প্রকার?
ক্যাম ৪ প্রকার যথাঃ
  • stitch cam
  • rising cam
  • guard cam
  • upthrow cam
M:L রেশিও কেন ইম্পরটেন্ট ডাইং এর জন্য?
M:L ছাড়া প্রয়োজনীয় পরিমান ডাইস, কেমিক্যাল, পানিতে নিতে পারব না ডাইং এবং ওয়াশিং এর জন্য  তাই M:L গুরুত্বপূর্ণ। 

গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল অ্যাকশন হয়?
৩টি যথাঃ
  • রেগুলার  (ব্লিচ ওয়াশ)
  • ইরেগুলার  (এসিড ওয়াশ)
  • লোকাল  (পি পি ইসপ্রে, পি পি সপুনজ)
কি কি ফেক্টর ডিপেন্ড করে একশন অব ওয়াশিং?
  • সময়
  • টেমপারাচার
  • মেকানিক্যাক অ্যাকশন
  • কেমিক্যাল অ্যাকশন
কস্টিং এবং প্রাইজিং কি?
কস্টিং হল টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে প্রফিট এড থাকে না।

কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা হয়।

লেবেল কত প্রকার?
৩ প্রকার যথাঃ
  • মেইন লেবেল
  • সাইজ লেবেল
  • কেয়ার লেবেল
জ্যাকেটের কতট পার্টস  থাকে?
৩টা পার্টস যথাঃ
  • আপার পারটস” কল শে’ল্ল
  • ইনার পারটস কল লাইনিং
  • মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং
WWSC এবং RSWD বলতে কি বুঝায়?
  • WWSC= WASH WITH SIMILAR COLOR
  • RSWD = RE SHAPE WHILST DAMP
TAP এবং AQL কি?
  • TAP= Total acceptable product in a lot
  • AQL=acceptable quality limit
বাংলাদেশের প্রথম গারমেন্টস এর নাম কি?
রিয়াজ গার্মেন্টস।

শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?
৩টি
  • কলার 
  • কাফ এবং 
  • বডি সেকশন
গার্মেন্টসে CAM এর কাজ কি?
সেলাই / কাটিং /ফেব্রিক স্প্রেডিং এবং মোভ করা।

CAD এর কাজ কি?
গার্মেন্টস  ডিজাইন/মার্কার মেকিং / পেটার্ন প্রিপারেশন এবং  গ্রেডিং।

মার্কারের উদ্দেশ্য কি?
কাপড়ের অপচয় কমানো।

সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?
সুইং ইনভিজিবল এবং স্টিচ ভিজিবল।

ইর্য়ান এবং থ্রেড এর মেইন পার্থক্য কি?
ইর্য়ান ব্যবহার করা হয় কাপড় প্রডাকশন করার জন্য এবং ইহা সিংগেল প্লাই। থ্রেড ব্যবহার করা হয় গার্মেনটস সুইং এর জন্য  এবং এটা একের অধিক প্লাই হতে পারে।

কমপ্লাইন্স এর কাজ কি?
উত্তর: শ্রমিকের অধিকার এবং সুবিধাসমুখ এনশিউর করা।

নিটিং কাপড় প্রডিউস হয় কিভাবে?

ইন্টার লুপিং এর মাধ্যেমে।

ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?
ইন্টারলেসিং এর মাধ্যেমে।

কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস হয়?
weft knitting

warp এর অন্য নাম কি?
ends

weft এর অন্য নাম কি?
পিক

নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?
weft knitting m/c

নিডেল unitedly কাজ করে কোন নিটিং মেশিনে?
warp knitting m/c

held loop কোন লুপ থেকে বড়?
নিট লুপ

সিংগেল জার্সি কাপড় চেনার উপায় কি?
ফেইচ এবং ব্যাক পার্টস ভিন্ন।

ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?
ফেইচ এবং বেক পার্টস সেইম বা একই দেখায়।

jacquard loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর ক্যাপাসিটি কত?
১৮০০

নোটেশন কাকে বলে?
নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।

মেকানিক্যাল বন্ডিং গুলো কি কি?
  • নিডেল ফেল্টিং
  • স্টিচ বন্ডিং
  • হাইড্রোয়েন ট্যাংলিং
আন্ডারল্যাপ কাকে বলে?
লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।

স্ট্যাপল পলিয়েস্টার নিট কারখানায় কম ব্যবহৃত হয় কেন?

গুটি বাধার কারনে কম ব্যবহৃত হয়।

রৈখিক ক্যাম কাকে বলে?
যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।

নিট সুতায় মোম প্রলেপ দেয়া হয় কেন?
নিডেল যাতে বার বার না ভাঙ্গে ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়।

নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়?
২৪ কাটের।

নন জ্যাকার্ড মেশিন কাকে বলে?
নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার  উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড  মেশিন বলে।

সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে?
সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন,  যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।

নিট প্লেটিং এর বিকল্প কি?
আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।

ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে?
দুই বা ততোধিক।

মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে?
  • উল্লম্ব
  • অনুভূমিক
  • কোনাকুনি
মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে?
ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়,  যা তিন বা ততোধিক  স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।

সগিং মোশন কি?

নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।

ওয়েট প্রসেসিং শব্দের অর্থ কি?

সিক্ত প্রক্রিয়া।

ওয়েট প্রসেসিংকে কয় ভাগে ভাগ করা যায়?
৩ ভাগে যথাঃ
  • প্রি-ট্রিটমেন্ট
  • ডাইং ও প্রিন্টিং
  • ফিনিশিং
ডাইং কাকে বলে?
রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে।

প্রিন্টিং কাকে বলে?
রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।

ফিনিশিং কাকে বলে?
টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে।

সাবান বলতে কি বুঝ?
সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে।

ডিটারজেন্ট কি?
যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে ডিটারজেন্ট বলে।

প্লেট সিনজিং মেশিনের গতি কত?
২৫০ থেকে ৪০০গজ প্রতি মিনিটে।

ডিসাইজিং কাকে বলে?
যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে ডিসাইজিং বলে।

এনজাইম কি?
এক ধরনের জৈব প্রভাবক।

কটনে সেলুলোজের শতকরা হার কত?

শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ।

স্কাওয়ারিং কাকে বলে?
যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।

ব্লিচিং কাকে বলে?
যে রাসায়নিক প্রক্তিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ স্থায়ীভাবে দূর করে দ্রব্যটিকে সাদা ধবধবে করা হয়, তাকে ব্লিচিং বলে।

পিগমেন্ট কি?
এক ধরনের রং বা কালারি বস্তু।

পানিতে দ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ?

  • ডাইরেক্ট ডাই
  • রি-অ্যাকটিভ ডাই
  • অ্যাসিড ডাই
পানিতে অদ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ?
  • ভ্যাট ডাই
  • সালফার ডাই
  • ডিসপার্স ডাই
তিনটি ওয়েটিং এজেন্ট এর নাম লিখ?
  • Chemiwet XTR
  • মনোপল
  • লিসাপল
অ্যাসিড ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ?
  • লিউরাজল
  • স্যান্ডোফাস্ট
  • স্যাপরাসেন
ভ্যাট বলতে কি বুঝ?
প্রকৃতি থেকে প্রাপ্ত ইন্ডিগো কালারকে যে বিশেষভাবে নির্মিত কাঠের পাত্রে দ্রবণীয় করা হত, তাকে ভ্যাট বলে।

ভ্যাট ডাই কোন শ্রেণীর ফাইবার রং করতে ব্যবহৃত হয়?
সেলুলোজিক ফাইবার, তবে প্রোটিন ফাইবারও রং করা যায়।

ভ্যাটিং কি?
যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় করা হয়, তাকে ভ্যাটিং বলে।

ভ্যাট ডাই-এ লবণের কাজ কি?
ফাইবারের প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করা।

ভ্যাট ডাই এর দিটি বাণিজ্যিক নাম লিখ?
  • অ্যালগোসল
  • ইন্ডিগোসল

ভ্যাট ডাই এর সংজ্ঞা দাও?
যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম
হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং সস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করে দ্রবণীয় করতে হয়, তাকে ভ্যাট ডাই বলে।

ডিসপার্সিং ডাই দ্বারা কোন কোন ফাইবার রং করা যায়?

  • নাইলন
  • পলিয়েস্টার
  • অ্যাক্রাইলিক ইত্যাদি ফাইবার

বর্তমানে কোন ডাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
রি-অ্যাকটিভ ডাই।

রি-অ্যাকটিভ ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ?

  • প্রসিওন এম
  • প্রসিওন এইচ
  • সিবাক্রোন
প্যাকেজ কাকে বলে?
সুতা যার উপর জড়ানো থাকে তাকে প্যাকেজ বলে।

টেক্সটাইল দ্রব্যকে কি কি আকারে ডাইং করা যায়?
ফাইবার আকারে বা লুজ আকারে সুতা আকারে
কাপড় আকারে এবং পিস গুড (পোশাক) আকারে।

কটন কাপড় ডাইং এর জন্য কোন মেশিন বেশি ব্যবহৃত হয়?
জিগার ডাইং মেশিন।

উইঞ্চ ডাইং মেশিনে কি ধরনের কাপড রং করা হয়?
নিটেড কাপড়।
Next Post Previous Post