জুট ইমালশন কি | ইমালশনের উপাদান | কিভাবে পাটে ইমালসিফাইং প্রয়োগ করা হয়

জুট ইমালশন কি?

পাটের আঁশ লিগনো-সেলুলোজ দ্বারা তৈরি। লিগনিনের উপস্থিতির কারণে পাটের আঁশ শক্ত ও খসখসে হয়। এ বৈশিষ্ট্যের কারণে এ ফাইবার দ্বারা সুতা তৈরি কষ্টসাধ্য। কাজেই স্পিনিং এর পুর্বে পাটের আঁশকে নমনীয় করে নিতে হবে। 

জুট ইমালশন
জুট ইমালশন

পাটকে নমনীয় করার জন্য বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হয়। এ উপাদানকে ইমালশন বলা হয়। পাটকে ইমালশণ সহযোগে সফেনার ও স্প্রেডার মেশিনে প্রক্রিয়া করা হয়। 

ইমালশনের উপাদান কি কি?

ইমালশন তৈরি করার জন্য নিম্নলিখিত উপাদানের একটি মিশ্রণ ব্যবহার করা হয়ঃ
  • জুট ব্যাচিং ওয়েল (JBO)
  • ইমালসিফাইং এজেন্ট
  • পানি

জুট ব্যাচিং ওয়েল (JBO)

সাধারণত মিনারেল অয়েল ব্যবহার করা হয়। এটি লুব্রিকেটিং এজেন্ট হিসাবে কাজ করে।

ইমালসিফাইং এজেন্ট

ওয়েটিং/লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে তেল ও পানি মিশতে সাহায্য করে। 

পানি

পরিষ্কার ও মৃদু পানি। 

ইমালশনের রেসিপি?

  • জুট ব্যাচিং ওয়েল (JBO)= ২০%
  • ইমালসিফাইং এজেন্ট= ০.৫%
  • পানি= ৭৯.৫%
  • মোট= ১০০℅

পাটে কিভাবে ইমালসিফাইং প্রয়োগ করা হয়?

পাটের জাত, গ্রেডিং, সুতার কোয়ালিটি ও ক্রেতার চাহিদা অনুযায়ী পাটে ইমালমন প্রয়োগ করা হয়। আঁশের মান ভাল হলে ইমালশনের পরিমাণ কম লাগে। 

যেমনঃ হালকা সুতার জন্য ইমালশন ২০% (তাতে তেল থাকবে ৪%) এবং মোটা সুতার জন্য ইমালশন ৩০% (তাঁতে তেল থাকবে ৬%)
Next Post Previous Post