কিভাবে বিজলিস ইয়ার্ণ ব্যালেন্স এর সাহায্যে টানা ও পড়েন সুতার কাউন্ট বের করা যায়?

বিজলিস ইয়ার্ণ ব্যালেন্স এর সাহায্যে কিভাবে টানা ও পড়েন সুতার কাউন্ট বের করা যায়?

একটি কাষ্ঠ ও ধাতুনির্মিত স্ট্যান্ডের উপর একপাশে দা আকৃতির একটি স্কেল খাড়াভাবে এবং অন্যপাশে একটি দন্ড বসানো থাকে। দন্ডের উপরের অংশে একটি বিম আড়াআড়িভাবে বসানো থাকে, যার এক মাথায় সুতা ঝুলানোর হুক এবং অন্য মাথায় নির্দেশক থাকে। বিমটি দন্ডটির মাথায় এমনভাবে বসানো থাকে, যাতে এটি এদিক-ওদিক দুলতে পারে। পরীক্ষার শুরুতে নির্দেশকটি স্কেলের গায়ে ডেটাম লাইনের সাথে লেভেল করা হয়। 

বিজলিস ইয়ার্ণ ব্যালেন্স
বিজলিস ইয়ার্ণ ব্যালেন্স
যে সুতার কাউন্ট নির্ণয় করতে হবে সে ধরনের সুতার একটি আদর্শ ওজন বিমের মাঝামাঝি খাঁজে বসিয়ে দেওয়া হয়। যার ফলে নির্দেশকটি ডেটাম লাইনের নিচে পড়ে যায়। টানা ও পড়েন সুতা যা আলাদাভাবে রাখা আছে তা টেমপ্লেটের চিহ্নিত দিক দ্বারা টানা সুতা টুকরা টুকরা করে কেটে বিমের হুকে একটা একটা করে ঝুলিয়ে দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত নির্দেশকটি ডেটাম লাইনে চলে আসে। 

এখন সুতাগুলো গুণে যতগুলো সুতা হল সুতার কাউন্ট তত হবে। অনুরুপভাবে পড়েন সুতারও কাউন্ট বের করা হয়। 
Next Post Previous Post