সিঙ্গেল ও ডাবল জার্সি ফেবিক চেনার উপায় কি কি?

সিঙ্গেল জার্সি ফেব্রিক
সিঙ্গেল জার্সি ফেব্রিক

সিঙ্গেল জার্সি ফেবিক চেনার উপায় কি কি?

  • এক পাশে শুধু ফেস লুপ এবং অপর পাশে ব্যাক লুপ দেখা যায় সিঙ্গেল জার্সি কাপড়ের ক্ষেত্রে।
  • এই ফেব্রিকের পুরুত্ব কম থাকে।
  • এই ফেব্রিকের ফেস ও ব্যাক দেখতে ভিন্ন হবে।
  • এই ফেব্রিক যেকোন এক প্রান্ত হতে খুলে আসতে পারে।
  • এই ফেব্রিকে এক সেট নিডেল ব্যবহার করা হয়।
  • উৎপন্ন ফেব্রিক কম খাপি বিশিষ্ট হয়।
  • উৎপন্ন ফেব্রিকে যদি কাটা হয় তবে এতে কোঁকড়ানো প্রবনতা দেখা যায়।
  • সিংকার ব্যবহার করা হয়।
  • টেকনিক্যাল ফেইস ও টেকনিক্যাল ব্যাক এই ফেব্রিকের ক্ষেত্রে আলাদা হয়।
  • এই ফেব্রিকের কুঁচিকরণ প্রবনতা বেশি থাকে।

ডাবল জার্সি ফেব্রিক
ডাবল জার্সি ফেব্রিক

ডাবল জার্সি ফ্রেবিক চেনার উপায় কি কি?

  • রিব ফেব্রিকের উভয় পাশে ফেস লুপ এবং ব্যাক লুপ দেখা যায়।
  • এই ফেব্রিকের পুরুত্ব বেশি থাকে।
  • এই ফেব্রিকের ফেস ও ব্যাক দেখতে ভিন্ন হবে। তবে রিব ও ইন্টারলক ফেব্রিকের ক্ষেত্রে আলাদা হয়।
  • এই ফেব্রিক যেকোন এক প্রান্ত হতে খুলে আসে না।
  • এই ফেব্রিকে দুই সেট নিডেল ব্যবহার করা হয়।
  • উৎপন্ন ফেব্রিক বেশি খাপি বিশিষ্ট হয়।
  • উৎপন্ন ফেব্রিকে যদি কাটা হয় তবে এতে কোঁকড়ানো প্রবনতা দেখা যায় না।
  • সিংকার ব্যবহার করা হয় না।
  • ইন্টার-লক ফেব্রিকের ক্ষেত্রে শুধু ফেস লুপ দেখা যাবে।
  • এই ফেব্রিকের কুঁচিকরণ প্রবনতা বেশি থাকে না।
Next Post Previous Post