প্যাটার্ন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর?

প্যাটার্ন কি?
পোশাকশিল্পে একটি পোশাকের প্রত্যেকটি অংশের অবিকল প্রতিরূপ সমতল শক্ত কাগজ বোর্ডে নির্দিষ্ট মাপে যে ফর্মা তৈরি করা হয় তাকে প্যাটার্ন বলে।

প্যাটার্ন
প্যাটার্ন

প্যাটার্ন কত প্রকার?

প্যাটার্ন দুই প্রকারঃ
  • স্যাম্পল প্যাটার্ন
  • প্রোডাকশন প্যাটার্ন

স্যাম্পল প্যাটার্ন কি?

যে প্যাটার্ন দ্বারা নমুনা বা স্যাম্পল কাটা হয় তাকে স্যাম্পল বা নমুনা প্যাটার্ন বলে।

প্রোডাকশন প্যাটার্ন কি?

যে প্যাটার্ন দ্বারা কোন গার্মেন্টসশিল্পে শত শত গার্মেন্টস তৈরি করা হয় তাকে প্রোডাকশন প্যাটার্ন বলে।

পোশাকশিল্পে প্যাটার্নকে আবার দুইভাগে ভাগ করা যায়?

পোশাকশিল্পে প্যাটার্নকে আবার দুইভাগে ভাগ করা যায়ঃ
  • ব্লক প্যাটার্ন
  • গার্মেন্টস প্যাটার্ন বা ওয়ার্কিং প্যাটার্ন

কোন শ্রেণির প্যাটার্ন দিয়ে নমুনা তৈরি করা যায়?

ওয়ার্কিং প্যাটার্ন দিয়ে নমুনা তৈরি করা যায়।

ব্লক প্যাটার্ন কত পদ্ধতিতে তৈরি করা যায়?

ব্লক প্যাটার্ন দুইটি পদ্ধতিতে তৈরি করা যায়ঃ
  • সমতল পদ্ধতি 
  • মূর্তিনির্মাণ পদ্ধতি 

যিনি প্যাটার্ন তৈরি করেন তাকে কী বলা হয়?

যিনি প্যাটার্ন তৈরি করেন তাকে প্যাটার্ন ম্যান বা প্যাটার্ন মাস্টার বলে।

টয়লি কি?

একটি আদর্শ মুর্তির শরীরের সাথে যে মানানসই ব্লক তৈরি করা হয় তাকে টয়লি (Toile) বলে।

শার্টের কলার কি?

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য গলার যে বন্ধনী শিল্পসম্মতভাবে দেওয়া হয় তাকে কলার বলে।

ইয়ক কি?

ইয়ক অর্থ ঘাড়ী বা জোড়াল। এই ইয়ক এর সাথে পোশাকের প্রত্যকটি অংশ সংযুক্ত থাকে।

কাফ কি?

স্লিভের শেষ প্রান্তে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং পোশাক ব্যবহারের সুবিধার জন্য বিশেষ শিল্পসম্মত কৌশলে যে কাপড় লাগানো হয় তাকে কাফ বলে। 

পয়েন্টড কাফ কি?

যে কাফের দৈর্ঘ্য এক প্রান্ত প্রসারিত হয়ে তীর আকৃতি ধারণ করে তাকে পয়েন্টেড কাফ বলে।

বর্গাকার কাফ কি?

প্রস্থের চেয়ে দৈর্ঘ্য বড় চার সমকোণ বিশিষ্ট কাফকে বর্গাকার কাফ বলে।

কলার কত প্রকার ও কি কি?

কলার চার প্রকারঃ
  • ওয়ান পিস ব্যান্ডেড কলার
  • টু পিস ব্যান্ডেড কলার 
  • স্পোর্ট ওপেন রাউন্ডেড কলার 
  • ম্যান্ডারিন কলার 

ওয়ান পিস ব্যান্ডেড কলার কি?

যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরী হয় তাকে ওয়ান পিস ব্যান্ডেড কলার বলা হয়। 

টু পিস ব্যান্ডেড কলার কি?

যে কলার ব্যান্ড ও কলার আলাদা কাপড় দ্বারা তৈরি করে ব্যান্ড ও কলার পরে একত্রে সংযুক্ত করা হয় তাকে টু পিস ব্যান্ডেড কলার বলে। 

স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার কি?

ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলায় বিছানো থাকে তবে একে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে।

ম্যান্ডারিন কলার কি?

ম্যান্ডারিন কলার হল একটি খোলা স্ট্যান্ড আপ কলার। যা নেক লাইন থেকে কয়েক সেন্টিমিটার উপরে উঠে। এ কলারের প্রান্তগুলো কেন্দ্রের সামনে মিলিত হয় বা সামান্য ওভারল্যাপ হয়।
Next Post Previous Post