রিয়্যাকটিভ ডাই কি | রিয়্যাকটিভ ডাই এর বিভিন্ন কেমিক্যালের কাজ?

রিয়্যাকটিভ ডাই কি?

যে ডাই ফাইবারের সাথে কোভ্যালেন্ট লিংক সৃষ্টির মাধ্যমে ফাইবারের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, তাকে রিয়্যাকটিভ ডাই বলে।

রিয়্যাকটিভ ডাই
রিয়্যাকটিভ ডাই

রিয়্যাকটিভ ডাই এ ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের কাজ?

রিয়্যাকটিভ ডাই দ্বারা ডাইং এর সময় যে সকল কেমিক্যাল ও অক্সিলারি ব্যবহার করা হয় তাদের কাজ নিম্নরূপঃ
  • লবণ
  • সোডা অ্যাশ
  • সোডিয়াম এলজিনেট
  • ইউরিয়া 
  • সোপিং

লবণ

পানির প্রতি লবণের আর্কষণ ক্ষমতা বেশি হওয়ায় লবণ পানিতে দেওয়ার সাথে সাথে ডাই দ্রব্যের ওপর গিয়ে পড়ে। এটি ডাইকে সর্বত্র সমভাবে ছড়িয়ে দেয়। 

সোডা অ্যাশ

এটি ফিক্সিং এজেন্ট হিসেবে কাজ করে। দ্রব্য ডাইং করার পর উক্ত ডাইকে ধরে রাখতে দ্রব্যকে সহায়তা করে অর্থাৎ ডাই ফাইবারের সাথে বিক্রিয়া করে কোভ্যালেন্ট বন্ড তৈরিতে সহায়তা করে।

সোডিয়াম এলজিনেট

এটি ডাই মলিকুলের মাইগ্রেশনে বাধাদানের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কাপড় ডাই করার পর ডাই যাতে কাপড়ের এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তর হতে না পারে। সেজন্য সামান্য পরিমাণ আঠালো দ্রব্য সোডিয়াম এনজিনেট ব্যবহার করা হয়। 

ইউরিয়া

এটি ডাই গাঢ় বা হালকা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাঢ় রং করার জন্য ইউরিয়া বেশি দিতে হয় এবং হালকা রং করার জন্য ইউরিয়া কম দিতে হয়।

সোপিং

এর ফলে রং এর উজ্জ্বলতা ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। এছাড়া সোপিং এর ভাসমান কালার দূর হয়।
Next Post Previous Post