ক্যারিয়ার কি | ক্যারিয়ারের কাজ | ক্যারিয়ার ব্যবহারের সুবিধা ও অসুবিধা

ক্যারিয়ার কি?

ক্যারিয়ার হল এক ধরনের জৈব যৌগ যা সাবস্ট্যানটিভ সোয়েলিং এজেন্ট হিসেবে কাজ করে। হাইড্রোফোবিক ফাইবার বিশেষ করে পলিয়েস্টার ফাইবারের ক্ষেত্রে ডাই আপটেক বৃদ্ধির জন্য ডাইবাথ অথবা প্রিন্টপেস্ট এ এদের যোগ করা হয়। ক্যারিয়ার পলিয়েস্টার চেইন এর আকর্ষণ হ্রাস করে। 
ক্যারিয়ার ডাইং এর ডাইং কার্ভ
ক্যারিয়ার ডাইং এর ডাইং কার্ভ
যার ফলে কমে যায় তাপমাত্রায় পলিয়েস্টার ডাই করা যায়। ক্যারিয়ার এর স্ট্রাকচার পলিয়েস্টার এর মত। PET এবং ক্যারিয়ার এর রিং এবং উভয় এস্টার স্ট্রাকচার থাকে। যার ফলে এটি সহজেই পলিয়েস্টার এ ডিফিউজ হয় এবং ক্যারিয়ার পলিয়েস্টার চেইন এর মধ্য দিয়ে প্রবেশ করে। PET এর বিভিন্ন চেইন এর আর্কষণ কমে যায়। 

যার PET Chain Insoluble হয় এবং ডাইস্টাফ প্রবেশ করতে পারে। ইমালশন ফর্মে ক্যারিয়ার ব্যবহৃত হয় অথবা ডিজলভড হয়। যে সকল কম্পাউন্ড বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলঃ
  • ডাই অ্যাজো ডিসপার্স ডাই
  • দ্রবণীয় ডিসপার্স ডাই

ডাই অ্যাজো ডিসপার্স ডাই

যে সকল ডিসপার্স ডাই এর Free অ্যারোমেটিক অ্যামিন গ্রুপ থাকে এবং যাদেরকে Diazotise করে কাপলিং কম্পোনেন্ট এর সাহায্যে ডেভেলপ করে ডাইং করা হয় তাদেরকে ডাইঅ্যাজো ডিসপার্স ডাই বলে। যেমনঃ
Malamine (l.C.I) Cibacet diazo (ciba), Artisil diazo (sandoz) এগুলো হল সাধারণত ব্ল্যাক শেড তৈরির জন্য ব্যবহৃত হয়।

দ্রবণীয় ডিসপার্স ডাই

১৯৩৬ সালে I.CI. এক ধরনের ডিসপার্স ডাই আবিষ্কার করে যা (Soluble) কিন্তু গঠনগত দিক দিয়ে ডিসপার্স ডাই এর মত, এদেরকে দ্রবণীয় ডিসপার্স ডাই বলে।

ক্যারিয়ারের কাজ?

  • ফাইবারের পৃষ্ঠদেশে ডাই ফ্লিম তৈরি করে। 
  • রং এর দ্রবণীয়তা বৃদ্ধি করে।
  • বাথ এর মধ্যস্থ ডাই ও ক্যারিয়ার অ্যাসোসিয়েশন থেকে ক্যারিয়ার, ডাইকে বহন করে ফাইবার নিয়ে আসে। 
  • ফাইবারের সোয়েলিং বৃদ্ধি করে।
  • ক্যারিয়ার হাইড্রোফোবিক ফাইবার পলিয়েস্টারের চেইনের মধ্য দিয়ে প্রবেশ করে। যার ফলে PET এর বিভিন্ন চেইনের আর্কষণ কমে যায়। যার ফলে চেইনগুলো মুভেবল হয় এবং ডাইস্টাফ এ প্রবেশ করতে পারে। 
  • থার্মালি উত্তেজিত ফাইবার মলিকুলকে লুব্রিকেট করে।
  • ডাই অ্যাবজরবিং ক্ষমতা এবং ফাইবার এর প্রবেশ্যতা বৃদ্ধি করে।
  • পানি শোষণ বৃদ্ধি করে অধিক হাইড্রোফিলিক বা পানি পছন্দকারী স্বভাব তৈরি করে যেখানে ডাই অধিক দ্রুত চলাচল করে।
  • লিকুইডকো ফাইবার সৃষ্টির মাধ্যমে দ্রবীভূত ক্যারিয়ার বৃদ্ধি করে। (তবে ক্যারিয়ার এর মধ্যে Dye solubility এর কারণে)।

ক্যারিয়ারের গুণাবলি?

  • ক্যারিয়ারের কোন দুর্গন্ধ থাকবে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
  • এটি ভাল লেভেলিং গুণাগুণ সম্পন্ন হতে হবে। 
  • রং করার পর কাপড় হতে সহজে অপসারণযোগ্য।
  • এর দ্বারা দ্রব্যে যেন দাগ না পড়ে।
  • এটি দামে সস্তা ও সহজলভ্য হতে হবে। 
  • রং করার সময় উচ্চ তাপমাত্রায় এটি যেন ভেঙে না যায়। 
  • এর দ্বারা দ্রব্যে যেন দাগ না পড়ে।
  • এটি প্রভাবে রং এর স্থায়িত্ব যেন না কমে।

ডিসপার্স ডাইং এ ক্যারিয়ার ব্যবহারের সুবিধা ও অসুবিধা?

ক্যারিয়ার ব্যবহারের সুবিধা?

  • গতানুগতিক ডাইং পদ্ধতির সাহায্যে চরমভাবে ক্রিস্টালাইন প্রকৃতির পলিস্টার ফাইবারকে Deep shade এ ডাইং করা যায় না। ক্যারিয়ার ব্যবহার করে Boiling তাপমাত্রা এ ডাইং করে Medium & deep shade পাওয়া যায়। 
  • এতে সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করা হয়। 
  • পলিস্টার ডাইং এর মডারেট লেভেল ডাইং ঘটে।
  • ডাইং এর হার বৃদ্ধি করা যায় অথবা ডাই আপটেক বৃদ্ধি করা যায়। 

ক্যারিয়ার ব্যবহারের অসুবিধা?

  • এমনিতেই অতিরিক্ত ক্যারিয়ারের জন্য ব্যয় বৃদ্ধি পায় এবং ডাইং এর পর অ্যালকালি দ্বারা ক্যারিয়ার অপসারণ করতে হয় বলে খরচ তুলনামূলক বেশি পড়ে অর্থাৎ এটি ব্যবহারের ব্যয় বৃদ্ধি পায়। 
  • কোন কোন সময় লাইট ফাস্টনেস কমে যায় এবং ওয়াশিং ফাস্টনেস বৃদ্ধি পায়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টক্সিন এবং রং এর সাথে কম সামঞ্জস্যপূর্ণ। 
  • কোন কোন ডাইং মেশিনে ক্যারিয়ারের (Spot) তৈরি করতে পারে। 
  • যেকোন পরিমাণ ক্যারিয়ার অধিকাংশ রঞ্জিত টেক্সটাইল ম্যাটেরিয়ালের ফাস্টনেস গুনাগুনকে প্রভাবিত করে। বিশেষ করে লাইট ফাস্টনেসকে প্রভাবিত করে। অবশ্য এ প্রভাবকে ৩০ সেকেন্ড ধরে ১৫০°C- ১৮০°C তাপমাত্রায় গরম বাতাস দ্বারা ম্যাটেরিয়ালকে ট্রিট করে অনেকাংশে কমানো যায়। 

বিভিন্ন শেডে ক্যারিয়ারের পরিমাণসমূহ?

  • হালকা শেড বা Pale shade এর জন্য 2gm/l
  • মধ্যম শেড বা Medium shade এর জন্য 3-4 gm/l
  • ঘন শেড বা Deep shade এর জন্য 4 gm/l এর বেশি।
ক্যারিয়ার ডাইং প্রসেস সাধারণত ডাইং প্রসেসের মতই, তবে ডাইং এর পর অ্যালকালি দ্বারা ধৌত করে ক্যারিয়ারকে অপসারণ করা হয় যা স্কাওয়ারিং প্রসেসের মত।
Next Post Previous Post