ফ্লানেল ফেব্রিক কি | ফ্লানেল ফেব্রিক চেনার উপায়

ফ্লানেল ফেব্রিক কি?

কিছু কিছু ওভেন ডাইং এর ইয়ার্ন ডাইড ফেব্রিক আছে যাকে ব্রাশিং করে ফ্লাপি করা হয়, আর এই ফেব্রিক গুলোকে ফ্লানেল ফেব্রিক বলে।

ফ্লানেল ফেব্রিক
ফ্লানেল ফেব্রিক

ফ্লানেল ফেব্রিক চেনার উপায়?

  • এই ফেব্রিক গুলোকে রেইজিং মেশিনে ব্রাশিং করা হয়ে থাকে। 
  • ব্রাশিং কোয়ালিটি কি হবে কিংবা কেমন মোলায়েম হবে এর জন্য বায়ার হেন্ডফিল সোয়াচ দিয়ে দিবে।
  • ব্রাশ ফেব্রিক এর ফেস সাইডে হয়ে থাকে। 
  • তবে বায়ার যদি চায় ব্যাক সাইডে ফেব্রিককে ব্রাশ করা হয়।
  • এই কাপড় ব্রাশিং এর পূর্বে স্টেনটারে আগে স্ট্রেস করে নিতে হয়।
  • আর এই কাপড়ের ব্রাশ কোয়ালিটি বায়ারের কাছে দেখিয়ে আগে এপ্রুভ করিয়ে নিতে হয়। 
  • তা নাহলে ভুলে ব্রাশ করা কাপড় আর আগের মতো করা সম্ভব হবে না।
  • ফ্লানেল ফেব্রিক গুলো দিয়ে নাইট ওয়ার তৈরি করা হয়।
  • এই কাপড়ে সানফোরাইজ করা হয় না। 
  • এই কাপড়ের পিলিং টেস্ট করা হয়।
  • এই ব্রাশ করা কাপড় চালাতে এর ঘষায় মেশিনে প্রচুর স্টেটিক চার্জ তৈরি হয়ে থাকে। 
  • আর তাই এই কাপড় মেশিনের রোলারের সাথে আটকে যেতে চায়। 
  • তাই এ কাপড় ট্রলিতে নেয়ার সময় তাতে আর্থিং দেয়া হয়।
  • এই কাপড়ের কাঙ্খিত ব্রাশ কোয়ালিটি পেতে নুন্যতম দুইবার থেকে একাধিক বার ব্রাশ করা হয়। 
  • ব্রাশ করার পর একে সফট ফিনিশিং করে দিতে হয়।
  • এই কাপড় এর বোইং এর প্রবনতা অনেক হয়।
  • তাই তা স্টেনটারে ঠিক করে দিতে হবে।
এছাড়া কাপড় ব্রাশিং করার আগে সফট ফিনিশিং করা যাবে না। তাহলে কাপড় রেইজিং করার সময় কাপড় ছিঁড়ে যাবে।

ব্রাশ কত প্রকার ও কি কি?

ব্রাশ তিন প্রকারঃ
  1. লাইট ব্রাশ
  2. মিডিয়াম ব্রাশ
  3. হেবি ব্রাশ

ফ্লানেল ফেব্রিকের প্রসেস?

ফেব্রিক - সিনজিং + ডিসাইজিং > ওয়াশিং > স্ট্রেসিং + স্টেনটারিং > ব্রাশিং > স্টেনটারে সফট ফিনিশিং এবং রোলিং > ডেলিভারি।
Next Post Previous Post