মেশিন লোডিং কি?

মেশিন লোডিং (Machine loading) কি?

সিডিউলিং এর সঠিকতা রক্ষার জন্য যে কৌশল প্রয়োগ করা হয় তাকে মেশিং লোডিং বলে৷ এতে মেশিনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় এ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে মেশিন অবশ্যই ক্রটিমুক্ত এবং পূর্ণগতিতে চলার মতো কার্যোক্ষম হতে হবে৷ মেশিনের রুটিন সংরক্ষণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হতে হবে৷ মেশিনের কার্যবিশ্লেষণের মাধ্যমে এর প্রডাকটিভ ক্যাপাসিটি জানতে হবে৷ 

মেশিন লোডিং
মেশিন লোডিং
মেশিনের ক্যাপাসিটি বলতে এর উৎপাদন সক্ষম কিংবা কত ঘণ্টা কাজ করতে সক্ষম তাকেই বুঝায়৷ মেশিন লোড বলতে কোন নির্দিষ্ট সংখ্যক উৎপাদন নির্ণয়ের জন্য উক্ত উৎপাদনকে মেশিনের ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে৷ মেশিন লোডিং এর ব্যাপারে যাতে ওভারলোড কিংবা আন্ডারলোড না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে৷ 

ওভারলোড হলে মেশিনের ক্ষতি হবে আবার আন্ডারলোড হলে উৎপাদনের পরিমাণ কম হবে৷ সময়ের ভিত্তিতে মেশিং লোডিং চার্টের মাধ্যমে উৎপাস্থাপন করা হল৷
Next Post Previous Post