বৈদেশিক বাণিজ্য কি | বৈদেশিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধা

বৈদেশিক বাণিজ্যের সংজ্ঞা (Definition of foreign trade) কি?

সাধারণভাবে বাণিজ্য বলতে পণ্যদ্রব্য ও সেবাকর্মাদির ক্রয় বিক্রয় বা লাভজনক আদান প্রদানকে বুঝতে৷ এ বাণিজ্য যখন দুটো দেশের মধ্যে সংঘটিত হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়৷ অর্থাৎ দুদেশের মধ্যে যখন পণ্যদ্রব্যের ক্রয়বিক্রয় সংঘটিত হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য বলে৷

বর্তমান বিশ্বের কোন দেশই স্বয়ংসম্পূর্ণ নয়৷ নিজ প্রয়োগ মেটাতে প্রত্যেক দেশকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়৷ বিভিন্ন দেশ বিভিন্ন সম্পাদে সমৃদ্ধশালী৷ বিভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্য স্থানান্তরের মাধ্যমে জনসাধারণের বিভিন্নমুখী চাহিদা পূরণ করা হয়৷ কোন দেশের উৎপাদিত পণ্যের উদ্বৃত্ত অংশ যে দেশে উক্ত পণ্যের ঘাটতি রয়েছে সে দেশে বিক্রি করা হয় এবং ঐ দেশের উদ্বৃত্ত পণ্য নিজ দেশের ঘাটতি পূরণে ক্রয় করা হয়৷ 

পণ্য দ্রব্যের এরূপ ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে বলা হয় রপ্তানি ও ও আমদানি বাণিজ্য যাদের সমন্বয়ে গড়ে ওঠে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য৷

বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের প্রমাণ্য সংজ্ঞা?

বিশিষ্ট মনিষী ডি.এম মিথানী (D.M Mithain) বলেন আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে অথবা বিভিন্ন রাজনৈতিক সীমানার মধ্যে সংঘটিত বাণিজ্য (Inermational trade is a trade among defferent countries or trade across political frontiers.)।

অধ্যাপক কিন্ডাল বার্জারের (Prof.Dindle berzer)
মতে দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্মের লেনদেনকে লেনদেনকে লেনদেনকে বৈদেশিক বাণিজ্য বলা হয়৷ (International trade is the transaction of goods and services Between two or more soverign countries.)।
বৈদেশিক বাণিজ্য
বৈদেশিক বাণিজ্য
প্রখ্যাত অর্থনীতিবিদ এম.সি.ভ্যাইস (M.C. Vaish) বলেছেন স্বাধীন অথবা সার্বভৌম রাষ্ট্র বা দেশসমূহের জনগণের মধ্যে পণ্যদ্রব্য ও সেবাকঅমের বিনিময়েকে আন্তর্জাতিক বাণিজ্য হিসেবে আখ্যায়িত করা যায়৷ (International trade may de defined as the exchange of goods and services among the citizens of independent or sovereign states or countries.)।

সুতরাং উপরোক্ত আলোচনা ও সংজ্ঞাসমূহ পর্যালোচনা করে আমরা বলতে পারি যে দুটি স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে পণ্য সামগ্রী ও সেবাকর্মাদির ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে বৈদেশিক বাণিজ্য বলে৷

বৈদেশিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধাসমূহ?

বৈদেশিক বাণিজ্যের সুবিধাসমূহ (Advantages of foreign trade):

নিচে বৈদেশিক বাণিজ্যের সুবিধাসমূহ আলোচনা করা হলঃ
  • অুনৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা ( Consume the product which is not production dy the contry)
  • মোট উৎপাদান বৃদ্ধি (Increase gross production)
  • শ্রমের বিশেষায়ন (Labour diversification)
  • উদ্বৃত্ত পণ্য রপ্তানি (Export surplus product)
  • প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার (Proper Utilization of natural resources)
  • কম মূল্যে দ্রব্য ভোগ (Consume product with lower price)
  • বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণ (Expansion of market worldwide)
  • শিল্পের স্থানীয়করণ (Centralixred industry)
  • আন্তঃআঞ্চলিক পণ্য বিনিময়(External trade)
  • দেশীয় উৎপাদকের দক্ষতা বৃদ্ধি (Increasing efficiency of local producer)
  • উৎপাদকের শক্তি বৃদ্ধি (Increasing production power)
  • জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার (Expansion of knowledge science & culture)
  • প্রতিকূল বাণিজ্য শর্ত (Unfavourable trade condition)
  • আন্তর্জাতিক সম্প্রীতি (International delight)

অুনৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা (Consume the product which is not production dy the contry)

কোন দেশই তার প্রয়োজনীয় সকল দ্রব্য উৎপাদন করতে পারে না৷ বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ তার প্রয়োজনীয় অনুৎপাদিত দ্রব্যসামগ্রী সহজেই বিদেশ থেকে আমদানি করে ভোগের সুযোগ সুবিধা লাভ করতে পারে৷

মোট উৎপাদান বৃদ্ধি (Increase gross production)

আন্তর্জাতিক বাণিজ্য থাকলে প্রত্যেক দেশই সেই দ্রব্য উৎপাদনে নিয়োজিত থাকে যে দ্রব্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা বেশি৷ এতে প্রত্যেক দেশের উৎপাদন বৃদ্ধি পায় যা পৃথিবীর মোট উপাদান বৃদ্ধির সহায়ক৷

শ্রমের বিশেষায়ন (Labour diversification)

কোন দেশ সমান পারদর্শিতার সাথে সকল প্রকার পণ্যসামগ্রী উৎপাদন করতে পারে না৷ আন্তর্জাতিক বাণিজ্যের কারণে একটি দেশ বিশেষ শ্রেণীর পণ্য উৎপাদনে দক্ষতা অর্জন করে৷ ফলে এক একটি দেশে এক এক শ্রেণীর শ্রমের বিশেষায়ন ঘটে৷ ফলশ্রুতিতে পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি পায়৷

উদ্বৃত্ত পণ্য রপ্তানি (Export surplus product)

বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ তার উৎপাদিত পণ্য ভোগের পর উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ পায়৷

প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার (Proper Utilization of natural resources)

বৈদেশিক বাণিজ্যের কারণে বিভিন্ন দ্রব্যের বাজার বিস্তৃত হয়৷ ফলে প্রত্যেক দেশই তাদের প্রাকৃতিক সম্পদকে পূর্ণভাবে কজে লাগাতে পারে৷
কম মূল্যে দ্রব্য ভোগ (Consume product with lower price):
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে একটি দেশ সেই সমস্ত দ্রব্য উৎপাদন করে না যেগুলো উৎপাদনে খরচ বেশি পড়ে৷ আমদানি বাণিজ্যের মাধ্যমে নিজ দেশের ব্যয়বহুল উৎপাদন সামগ্রী কম দামে বিদেশ থেকে ক্রয় করে ভোগ করতে পারে৷

বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণ (Expansion of market worldwide)

বৈদেশিক বাণিজ্যের ফলে একটি দেশ তার দেশীয় পণ্যের বাজার বিশ্ববাপী সম্প্রসারণ করতে পারে৷ যেমন বাংলাদেশের পাটের বাজার বিশ্বব্যাপী৷

শিল্পের স্থানীয়করণ (Centralixred industry)

বৈদেশিক বাণিজ্য বিভিন্ন দেশে বিশেষ বিশেষ শিল্পের স্থানীয়করণে সহায়তা করে৷

আন্তঃআঞ্চলিক পণ্য বিনিময় (External trade)

বৈদেশিকের ফলে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্য সামগ্রীর বিনিময় সহজতর হয়৷

প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা (Facing naturad disaste)

কোন দেশে বন্যা মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানি করে দুর্যোগপর্ণ এলাকার জনসাধারণের জীবন রক্ষা করা যায়৷

দেশীয় উৎপাদকের দক্ষতা বৃদ্ধি (Increasing efficiency of local producer)

বৈদেশিক বাণিজ্যের ফলে উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতার মাত্রা তীব্রতর হয়৷ ফলে প্রত্যেক উৎপাদকের দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হয়৷

উৎপাদকের শক্তি বৃদ্ধি (Increasing production power)

বৈদেশিক বাণিজ্যের কারণে দেশ তাদের দেশে থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কাঁচামাল ও প্রযুক্তি আমদানি করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে৷

জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার (Expansion of knowledge science & culture)

বৈদেশিক বাণিজ্যের বাণিজ্যের ফলে বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক আদান প্রদানের পথ সুগম হয়৷ ফলে একটি দেশ অন্য দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে৷

আন্তর্জাতিক সম্প্রীতি (International delight)

বৈদেশিক বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে ভাবের আদান প্রদান ঘটায় এবং একটি দেশ অন্যান্য দেশের ঘনিষ্ঠ সংস্পর্শে আসে৷ ফলে বিভিন্ন দেশ ও জাতির মধ্যে আন্তর্জাতিক শান্তি সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়৷

বৈদেশিক বাণিজ্যের অসুবিধা?

বৈদেশিক বাণিজ্যের ফলে নিম্নোক্ত অসুবিধাগলো সৃষ্টি হতে পারেঃ
  • পরনির্ভরশীলতা বৃষ্টি (Increase dependability)
  • ক্ষতিকারক দ্রব্যের আমদানি (Import harmful product)
  • সুষম অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা (Barrier in balance in economic development)
  • অতিরিক্ত রপ্তানি দ্রব্য উৎপাদনজনিত সমস্যা (Problem in huge experts oriented production)
  • এক দেশের অর্থনৈতিক দুর্যোগ অন্য দেশেও প্রতিক্রিয়া (Effect of natural disaster of a country to another country)
  • আন্তর্জাতিক বিরোধ সৃষ্টি (Create international conflict)
  • ভবিষ্যৎ স্বার্থহানি (Less future interest)
  • কতিপয় সম্পদের নিঃশোষীকরণ (Finished few assets)
  • শিল্প বৈচিত্র্যকরণের অভাব (Lack of industrial diversification)
  • দেশীর শিল্প বিকাশের পথ রুদ্ধ( Barrier in development of domestic industry)
  • রাজনৈতিক স্বার্থ বিপন্ন (Effect on political interest):

পরনির্ভরশীলতা বৃষ্টি (Increase dependability)

বৈদেশিক বাণিজ্যের ফলে একটি দেশ তার প্রয়োজনীয় সবগুলো পণ্যসামগ্রী উৎপাদন করে না কতগুলো দ্রব্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে৷ কিন্তু অত্যাবশ্যকীয় দ্রব্যের জন্য এরূপ পরনির্ভরশীলতা মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক৷

ক্ষতিকারক দ্রব্যের আমদানি (Import harmful product)

আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার ফলে অনেক সময় অনাবশ্যাক ও ক্ষতিকরক পণ্যসামগ্রী আমদানি হতে দেখা যায়৷ এতে একদিকে জাতীয় সম্পদের অপচয় হয় এবং অন্য দিকে জনসাধারণের নৈতিক চরিত্রেরও অবক্ষয় ঘটে৷

সুষম অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা (Barrier in balance in economic development)

বৈদেশিক বাণিজ্য অনেক সময় দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷ কারণ বৈদেশিক বাণিজ্যের ফলে কোন দেশ কৃষিজাত দ্রব্য উৎপাদনের আবার কোন দেশ শিল্পজাত দ্রব্য উৎপাদনে পারদর্শিতা অর্জন করে৷ এতে কৃষি ও শিল্পের যুগপৎ সুষম উন্নয়ন ব্যাহত হয়৷

অতিরিক্ত রপ্তানি দ্রব্য উৎপাদনজনিত সমস্যা (Problem in huge experts oriented production)

দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলে এবং সরকারী বিধি নিষেধের কারণে অনেক সময় দেশে কাঁচামালের সরবরাহ কমে যায়৷ এতে দেশীয় দ্রব্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়৷

এক দেশের অর্থনৈতিক দুর্যোগ অন্য দেশেও প্রতিক্রিয়া (Effect of natural disaster of a country to another country)

বৈদেশিক বাণিজ্যের ফলে এক দেশের অর্থনৈতিক দুর্যোগ অন্য দেশেও প্রভাব বিস্তার করে৷ উদাহরণস্বরূপ অর্থনৈতিক দুর্যোগের কারণে বাংলাদেশের পাট উৎপাদন ব্যাহত হলে এদেশ থেকে পাট আমদানিকারী দেশসমূহের পাটের কারখানায় প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে৷

আন্তর্জাতিক বিরোধ সৃষ্টি (Create international conflict)

আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বিভিন্ন দেশ তাদের কাঁচামাল ও উৎপাদিত পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা করার প্রয়াসে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়৷ এতে আন্ত জার্তিক রেষারেষি ও যুদ্ধ বিগ্রহের সৃষ্টি হতে পারে৷

ভবিষ্যৎ স্বার্থহানি (Less future interest)

বৈদেশিক বাণিজ্যের ফলে অনেক দেশ অনেক লোভে তার দুষ্প্রাপ্য খনিজ সম্পদ অবাধে বিদেশে রপ্তানি করে দেয়৷ ফলে সেই দেশ অসুবিধার সম্মুখীন হয়৷

কতিপয় সম্পদের নিঃশোষীকরণ (Finished few assets)

আন্তর্জাতিক বাণিজ্যের কারণে একটি দেশ উৎপাদনের ক্ষেত্রে বিশেষীকরণ লাভ করে৷ ফলে যে দ্রব্য উৎপাদনের বিশেষত্ব লাভ করে তা বেশি রপ্তানির উদ্দেশ্যে দেশের প্রকৃতি প্রদত্ত বনজ খনিজ ইত্যাদি সম্পদ নিঃশেষ করে ফেলে৷ এতে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে৷

শিল্প বৈচিত্র্যকরণের অভাব (Lack of industrial diversification)

বৈদেশিক বাণিজ্য থাকলে সকল প্রকার দ্রব্য উৎপাদনের প্রয়োজনে অনুভূত হয় না৷ ফলে৷ একটি দেশে বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের মাধ্যমে দেশীয় শিল্প বৈচিত্র্য আনয়ন অসম্ভব হয়ে ওঠে৷

দেশীর শিল্প বিকাশের পথ রুদ্ধ (Barrier in development of domestic industry)

বৈদেশিক বাণিজ্যের ফলে একটি দেশে উন্নতমানের প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি হয়৷ এতে দেশীয় শিল্প বিকাশের পথ অনেকাংশে রুদ্ধ হয়ে পড়ে৷

প্রতিকূল বাণিজ্য শর্ত (Unfavourable trade condition)

বৈদেশিক বাণিজ্যের কারণে সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল ও উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য শর্ত প্রতিকূল হয়ে থাকে৷ কেননা তারা নিজেদের উৎপাদিত কাঁচামাল বিদেশে কম মূল্যে রপ্তানি করে বিদেশ থেকে অধিক মূল্যে শিল্পজাত দ্রব্য আমদানি করে থাকে৷ এভাবে বণিজ্য শর্ত তাদের প্রতিকূলে চলে যায়৷ ফলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়৷

রাজনৈতিক স্বার্থ বিপন্ন (Effect on political interest)

আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিদেশীরা অনেক সময় ব্যবসায় বাণিজ্যের উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং আস্তে আস্তে ষড়যন্ত্র করে সুযোগমত রাজদন্ড ছিনিয়ে নেয়৷ ভারতবর্ষের দুশ বছরের গোলামি এর প্রকৃষ্ট নজির৷
Next Post Previous Post