মানবসম্পদ উন্নয়ন কি?

মানবসম্পদ উন্নয়ন (Manpower Development) কি? 

মানবসম্পদ ব্যবস্থাপনা একটি অভিনব ধারণা৷ এটি সর্বজনীন ব্যবস্থাপনার একটি প্রধান শাখা৷ দুই শতক আগেও শ্রমিক বা কর্মীকে মানুষের পরিবর্তে যন্ত্র হিসেবে বিবেচনা করা হতো৷ সে সময় মানবিক মূল্যবোধ বলতে কোন কিছুকে স্বীকার করা হতো না৷ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে  ব্রিটিশ উদ্যোক্তা ও শিল্পপতি রবার্ট ওয়েন (Robert owen) সমাজপতিদের এ ধারণাকে ভেঙ্গে দিয়ে কর্মীকে মানবিক মূল্যবোধে ভূষিত করেন।
মানবসম্পদ উন্নয়ন
মানবসম্পদ উন্নয়ন
রবার্ট ওয়েন (Robert Owen) সর্বপ্রথম শ্রমঘণ্টা হ্রাস এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্ননে রাস্তাঘাট বাসস্থান সেনিটেশন শিক্ষাব্যবস্থা এবং কর্মপরিবেশ সংস্কারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন৷ আধুনিক ব্যবস্থাপনা তাঁর এ ধারণাকে ব্যাপকভাবে৷ গ্রহণ করেছে৷ এ কারণেই রবার্ট ওয়েন (Robert Owen) কে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়৷

ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে কর্মীসংস্থান তথা মানবসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মানব পরিকল্পনা সংগ্রহ নির্বাচন নিয়োগ পদোন্নতি পদাবনতি প্রশিক্ষণ পারিশ্রমিক নির্ধারণ এবং অবসরগ্রহণ প্রভৃতি বিষয়ের সাথে জড়িত৷
Next Post Previous Post