ওয়ার্ক শিডিউলের প্রয়োজনীয়তা (Mention the needs of work schedule) কি কি?

ওয়ার্ক শিডিউলের প্রয়োজনীয়তা (Mention the needs of work schedule) কি কি?

একটি অধিকতর দক্ষতাপূর্ণভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে কার্য সম্পাদন করার লক্ষ্যে কার্য অনুসূচির প্রয়োজনীয়তা রয়েছে৷ সুষ্ঠু কার্য অনুসূচি ব্যতিরেকে যথাসময়ে কার্য সম্পাদন করা সম্ভব হয় না৷ শিল্পপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমিকভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে কার্য সম্পাদন করার নিমিত্তে ওয়ার্ক শিডিউল বা কার্য অনুসূচি (Work schedule) প্রয়োজন৷ এতে কার্যক্রমের প্রতিটি ধাপে কার্যের অগ্রগতি লক্ষ করা যায়৷

প্রতিষ্ঠানের নির্বাহীগণ কার্যের অগ্রগতি লক্ষ করে সে মোতাবেক পরবর্তী পর্যায়ে কী কী সংশোধনমূলক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবেন সে সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকেন৷ মনে করা যাক কোন একটি প্রতিষ্ঠান পরিকল্পিত কার্য অনুসূচি ছাড়াই কর্মকান্ড আরম্ভ করল৷ এতে সে প্রতিষ্ঠানের পক্ষে আগাম বলা অসুবিধা হবে যে কোন সময়ে কোন পর্যায়ের কাজটি শেষ হবে৷ 
ওয়ার্ক শিডিউল
ওয়ার্ক শিডিউল
এতে প্রতিষ্ঠানের পক্ষে যথাসময়ে উৎপাদন সমাপ্ত করে বাজারজাত করা সম্ভব নাও হতে পারে৷ কার্য অনুসূচি হল এক প্রকার কাজ কর্মের ব্লু-প্রিন্ট৷ একে অনুসরণ করে যথাসময়ে সঠিক পদ্ধতিতে কার্য সম্পাদন করা সম্ভব হয়৷ পরিদর্শন উৎপাদন নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণ মজুত মান নিয়ন্ত্রণ সবই কার্য অনুসূচির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল৷

সেজন্য বলা যায় অধিকতর কার্যকর বাস্তবই দক্ষতাপূর্ণ কার্য অনুসূচি কোন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে৷ ফলে শিল্পপ্রতিষ্ঠান  অধিকহারে মুনাফা অর্জন করতে সক্ষম হয়৷
Next Post Previous Post