কম্বারের বিভিন্ন অংশ ও কার্যকরি যন্ত্রাংশের বর্ণনা লেখ?

কম্বারের বিভিন্ন অংশ ও কার্যকরি যন্ত্রাংশের বর্ণনা (Describe of different Assembly and working parts of a comber) লেখ?

কম্বিং মেশিনকে নিম্নলিখিত বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে যেমনঃ
  • ক্রিল বা ফিড অঞ্চল (Creel of feed region)
  • কম্বিং অঞ্চল ( Combing region)
  • ডেলিভারি অঞ্চল (Delivery region)
  • ডাবলিং অঞ্চল (Doubling region)
  • ড্রাফটিং অঞ্চল (Drafting region)

ক্রিল বা ফিড অঞ্চল (Creel or feed region)

এই অঞ্চলে স্লাইভার ল্যাপ বা মিনি ল্যাপ বসানো থাকে যা আস্তে আস্তে মেশিনের ফিড হতে থাকে৷ ক্রিল অঞ্চলে নিম্নলিখিত যন্ত্রাংশ আছে যেমনঃ
  • ল্যাপ রোলার
  • ফিড রোলার
  • ফিড প্লেট
  • গ্রিপার বা নিপার প্লেট

ল্যাপ রোলার (Lap roller)

ল্যাপ রোলারের উপর ল্যাপ বসানো থাকে ল্যাপ রোলার ল্যাপক আস্তে আস্তে ফিড করে৷ ল্যাপ রোলার খাঁজকাটা কাঠের তৈরি৷ 
কম্বার মেশিন
 কম্বার মেশিন
ফলে ল্যাপ সহজেই রোলারের উপর গ্রিপিং হয় স্লিপ করার অবকাশ থাকে না৷

ফিড রোলার (Feed roller)

ফিড রোলার ল্যাপের মূল মেশিনের অভ্যন্তরে ল্যাপ ফিডে সহায়তা করে৷ ফিড রোলার ফিড প্লেটের উপর থাকে৷

ফিড প্লেট (Feed Plate)

ফিড রোলারের নিচেই ফিড প্লেট থাকে৷ ফিড প্লেটের উপর দিয়ে মিনি ল্যাপ আস্তে আস্তে ফিড হয় এবং গ্রিপারের সাহায্যে ল্যাপকে ধরে রাখে৷

গ্রিপার বা নিপার প্লেট

কম্বিং মেশিনে মিনি ল্যাপকে কম্ব করার জন্য পর্যায়ক্রমে গ্রিপার ও ফিড প্লেট ল্যাপকে ধরে রাখে৷ ফলে কম্ব দ্বারা আঁশসমূহকে আঁচড়িয়ে সামনের দিকে নিয়ে যায়৷

কম্বিং অঞ্চল (Combing region)

মেশিনের মূল কম্বিং কাজটি এই অঞ্চলে হয়ে থাকে৷
কম্বিং অঞ্চলে নিম্নোক্ত যন্ত্রাংশ আছে যেমনঃ
  • সিলিন্ডার
  • টপ কম্ব

সিলিন্ডার (Cylinder)

সিলিন্ডার কম্বিং মেশিনের মূল অংশ৷ এর প্রায় তিন ভাগের একভাগে নিডেল বসানো থাকে এবং অন্য দুই ভাগ মসৃণ ইস্পাত দ্বারা আবৃত থাকে৷ নিডেলের সাহায্যে ল্যাপের নিচের অংশ থেকে নির্দিষ্ট দৈর্ঘ্যের চেয়ে ছোট আঁশ নেপস ও অপদ্রব্য ইত্যাদি আঁচড়িয়ে দূর করা হয়৷


ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ অপদ্রব্য ইত্যাদি সিলিন্ডারের পিছনে বসানো ব্রাশের সাহায্যে নয়েল আকারে নয়েল বক্সে জমা হয়৷

টপ কম্ব (Top comb)

এক সারি নিডেল দ্বারা ঝুলন্ত অবস্থায় টপ কম্ব বসানো থাকে৷ এটা নির্দিষ্ট সময় পর পর ল্যাপের উপরের অংশে আঁশসমূহ আঁচড়িয়ে দেয় এবং নয়েল দূর করে৷

ডেলিভারি অঞ্চল (Delivery region)

এই অংশে কম্বিং করা বড় বড় আঁশসমূহকে একত্রিত করে স্লাইভারের আকারে ডেলিভারি দেয়৷ ডেলিভারি অঞ্চলে নিম্নলিখিত যন্ত্রাংশ আছে যেমনঃ
  • ডিটাচিং বা অ্যাটাচিং রোলার
  • ডেলিভারি রোলার
  • ডেলিভারি প্লেট

ডিটাচিং বা অ্যাটাচিং রোলার (Detaching of attaching roller)

ডিটাচিং রোলার উভয় দিকের আঁচড়ানো আঁশকে জোড়া লাগিয়ে আঁশের স্তরসমূহকে সামনের দিকে ডেলিভারি দেয়৷

ডেলিভারি রোলার (Delivery roller)

ডিটাচিং রোলারের মাধ্যমে ডেলিভারি করা আঁশসমূহ ডেলিভারি রোলার টেনে নিয়ে যায় এবং স্লাইভার ডাবলিং প্লেটে গিয়ে পড়ে৷

ডেলিভারি প্লেট (Delivery plate)

এই প্লেটের উপর দিয়ে স্লাইভারসমূহ সামনের দিকে অগ্রসর হয়৷

ডাবলিং অঞ্চল (Doubling region)

ডাবলিং অঞ্চলে ৩ বা ৪টি স্লাইভার একত্রে ডাবলিং করে ১টির আকার নেয়৷ স্লাইভারসমূহ ডেলিভারি প্লেট থেকে ৯০° কোণ করে ডাবলিং প্লেটে পড়ে এবং ডাবলিং প্লেটের উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে ড্রাফটিং অঞ্চলের দিকে এগিয়ে যায়৷

ড্রাফটিং অঞ্চল (Drafting region)

একত্রিত স্লাইভারসমূহ ড্রাফটিং অঞ্চলে প্রবেশ করে এবং প্রচলিত টু ওভার টু অথবা থ্রি ওভার থ্রি ড্রাফটিং পদ্ধতির সাহায্যে স্লাইভারের একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে ১টি স্লাইভার তৈরি করে ও উৎপাদিত স্লাইভার স্লাইভার ক্যানে জমা করা হয়৷
Next Post Previous Post