ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্য লেখ?

ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্য (Differnce between dye and dyeing) কি কি?

ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্য হলঃ

ডাই
ডাই

ডাই

  1. ডাই হল একটি রাসায়নিক পদার্থ৷
  2. এর মধ্যে ক্রোমোফোর ও অক্সোক্রোম গ্রুপ বিদ্যমান এবং এটি টেক্সটাইল দ্রব্যকে রং করতে ব্যবহৃত হয়৷
  3. ডাই সাধারণত দুই ধরনের হয় যেমন পানিতে দ্রবণীয় ও পানিতে অদ্রবণীয়৷
  4. ডাই হল একটি অসম্পৃক্ত জটিল যৌগ৷
  5. ডাই এর রং দেয়ার ক্ষমতা দ্রবণীয়তা এবং আকর্ষণ ক্ষমতা থাকতে হবে৷
  6. ডাই হল ডাইং করার প্রধান উপাদান৷
  7. ডাই এ কোন নির্দিষ্ট pH তাপমাত্রার বিষয় নেই৷
  8. ইহা পাউডার বা দানাদার কিংবা পেস্ট আকারে পাওয়া যায়৷
ডাইং
ডাইং

ডাইং

  1. ডাইং হল রংকরণ প্রক্রিয়া৷
  2. ডাইং এর ফলে বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে এবং এ পরিবর্তনের ফলে ডাইড (Dyed) বস্তুর উপর আলো প্রতিফলিত হয়ে রঙিন বস্তু হিসেবে আমাদের চোখে পতিত হয়৷
  3. ডাইং বিভিন্নভাবে করা যায়৷ যেমন ব্যাচ প্রসেস সেমি কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেস ইত্যাদি৷
  4. টেক্সটাইল পদার্থের সাথে কোন নির্দিষ্ট শর্তসাপেক্ষে ডাইকে সংযুক্তিকরণই ডাইং৷ 
  5. ডাইং এর দ্বারা ডাই এর গুণাগুণলো প্রয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়৷
  6. ডাইং এর ডাই ছাড়াও অন্যান্য সহযোগী কেমিক্যাল ব্যবহৃত হয়৷
  7. ডাইং এ নির্দিষ্ট তাপমাত্রা ও pH অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷
  8. ডাইং এ দ্রব্য এবং লিকারের অনুপাত নির্দিষ্টভাবে বজায় রাখা হয় যা দ্রব্যের আকার ও ধরনের ওপর নির্ভর করে৷
Next Post Previous Post