মিক্সিং কাকে বলে | ব্লেন্ডিং কাকে বলে | মিক্সিং ও ব্লেন্ডিং এর গুরুত্ব

মিক্সিং কাকে বলে?
সাধারণত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মানের ও বিভিন্ন গ্রেডের তুলা ও আঁশ একত্রে মিক্সিং করে থাকে। ফলে বিভিন্ন মানের আঁশের ভৌত গুণাগুণ একই রকমের, যার প্রতিটি গুনাগুন কিছুটা জানা থাকে তাই মিক্সিং।

বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের তুলা ও আঁশ যার ভৌত ধর্ম একই ধরনের হয়ে থাকে সে সমস্ত তুলা ও আঁশ একত্রে মিশ্রিত করে সুতা তৈরি করার পদ্ধতিকে মিক্সিং বলে।

ব্লেন্ডিং কাকে বলে?
ব্লেন্ডিং বলতে বুঝায় যার উৎপাদিত একক সুতার প্রস্থচ্চেদের পরে প্রাপ্ত প্রতিটি আঁশের গুণাগুণ বা বৈশিষ্ট্য একই ধরনের পাওয়া যায়। 

অন্যভাবে বলা যায় ব্লেন্ডিং প্রক্রিয়ায় যে বিভিন্ন আঁশ সংমিশ্রণ করা হয়, তার প্রতিটি আঁশের রং, দৈর্ঘ্য, শক্তি, দক্ষতা, নমনীয়তা, পরিপক্বতা ও ট্রাশের পরিমাণ সঠিকভাবে জানা যায়। 

মিক্সিং ও ব্লেন্ডিং
মিক্সিং ও ব্লেন্ডিং

মিক্সিং ও ব্লেন্ডিং এর উদ্দেশ্য?

  • অনাকাঙ্ক্ষিত গুণগত মানের সুতা তৈরি করা।
  • নিম্নমানের পরিত্যক্ত আঁশ ব্যবহার করে অপচয় রোধ করতে সহায়তা করা।
  • উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ করতে সহায়তা করা।
  • অনাকাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করা।
  •  ভাল মিক্সিং করে প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত সুতার মূল্য গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা। 
  • প্রক্রিয়াগত কাজের উন্নয়ন করা।

মিক্সিং ও ব্লেন্ডিং এর গুরুত্ব?

  • প্রতিযোগীতামূলক বাজারে উৎপাদিত সুতার মূল্য কমিয়ে বাজারে টিকে রাখতে সহায়তা করা। 
  • স্পিনিং প্রক্রিয়ায় উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করা।
  • মিক্সিং ও ব্লেন্ডিং করা আঁশ প্রক্রিয়াজাতকরণে আঁশের অনাকাঙ্ক্ষিত ড্যামেজের হাত থেকে রক্ষা করা। 
  • নিম্নমানের আঁশ দ্বারা উন্নতমানের সুতা তৈরি করতে সহায়তা করা।
  • সর্বপরি ক্রেতার চাহিদা মোতাবেক শক্তি ও অন্যান্য গুণাগুণ সঠিক রাখতে সহায়তা করা।

মিক্সিং ও ব্লেন্ডিং এর মেশিনের তালিকা?

  • মিক্সিং ব্যাটারি (Mixing Battery)
  • ইউনিমিক্স (Unimix)
  • অটোমিক্সার (Automixer)
  • মালটিমিক্সার এমপিএম (Multimixer MPM)
  • মালটি মিক্সার (Multimixer)
  • হারগেথ হলিংওয়ার্থ মালটিপল মিক্সার (Hergeth Holingworth Multiple Mixer)
  • অ্যারোমিক্স (Aeromix)
  • ব্লেন্ডোম্যাট-বিডিটি (Blendomat-BDT)
  • ব্লেন্ডিং ক্রাব এম জি-৩০ (Blending Crab M.G-30)
  • বেলোম্যাট বিটি অটোমেটিক বেল ওপেনার (Balomat BT Automatic bale opener)
  • ইউনিফ্লক বেল ওপেনার (Unifloc bale opener)
  • অটোমেটিক বেল ওপেনার (Automatic bale opener) ইত্যাদি। 

মিক্সিং ব্যাটারিঃ

গতানুগতিক ধরনের মিক্সিং এর জন্য মিক্সিং ব্যাটারি ব্যবহার করা হয়। এ মেশিনটি খুবই সহজ ও সাধারণ মানের মিক্সিং মেশিন। মিক্সিং ব্যাটারি মেশিনে ২ থেকে ৫টি মিক্সিং বেল ওপেনার একসাথে কাজ করে।

তবে ১টি ওপেনার দ্বারা ওয়েস্ট ফিড করা হয়। অন্যান্য সব ওপেনার ভাল বেলের তুলার কনভেয়র বেল্টের মাধ্যমে ফিড করা হয়। এ মেশিনে কটন-কটন অথবা কটন-পলিয়েস্টার অর্থাৎ কটনের সাথে সিনথেটিক ফাইবারের ব্লেন্ডিং করা সম্ভব। 

মালটিপল মিক্সারঃ

এই মেশিনে ৬ থেকে ৮টি পাশাপাশি চুট চেম্বারে দ্রব্যাদির বাতাসের টানে চলে আসে এবং প্রতিটি চুট আস্তে আস্তে ভরাট হতে থাকে। প্রথম চুটটি যতটুকু ভরাট হয় তার পরেরটি তার চেয়ে ১ মিটার বেশি এভাবে শেষ চুট পর্যন্ত ভরাট করা হয়।

 নিচের কনভেয়র চলতে থাকে এবং প্রতিটি চুট চেম্বার থেকে আঁশ নিয়ে বাতাসের টানে পাইপ লাইন দিয়ে পরবর্তী মেশিনে চলে যায়। একদিকে যেমন চুট খালি হতে থাকে। 

অন্যদিকে তেমনি উপর থেকে চেম্বারগুলো ভরাট হতে থাকে, ফলে প্রতিটি চুট চেম্বারেই আঁশের উচ্চতা একই রকম থাকে। এভাবে বিভিন্ন ধরনের তুলা ও আঁশ মিক্সিং হতে থাকে। 

ইউনিমিক্সঃ

ইউনিমিক্স মেশিনের তিনটি অংশ-
  • স্টোরেজ সেকশন 
  • ইন্টারমিডিয়েট চেম্বার 
  • ডেলিভারি সেকশন 
স্টোরেজ সেকশনে একটার পেছনে একটা এভাবে মোট ৬টি চুট সাজানো থাকে। একটি কনভেয়র বেল্ট উক্ত স্টোরেজ সেকশন থেকে আঁশসমূহ নিয়ে ইন্টারমিডিয়েট চেম্বারে দেয়। দ্রব্যসহ চুটগুলো লম্বভাবে থেকে আস্তে আস্তে আনুভূমিক ৯০° কোণ করে সাজানো। 

যেহেতু চুটগুলো সামনে ও পেছনে চুটটিতে ৯০° কোণ করে সামনের দিকে বাঁকানো। কাজেই সামনের চুটটিতে কম আঁশ ও পেছনের চুটটিতে বেশি আঁশ স্টোরেজ থাকে। আর এই বাকিয়ে থাকায় আঁশসমূহ লম্বা সময় ধরে ব্লেন্ডিং কাজ সমাধা করতে পারে।

ইন্টারমিডিয়েট চেম্বারে একটি ইনক্লাইন্ড স্পাইক ল্যাটিস ও ইভেনার রোলার থাকে, যা আঁশসমূহকে ওপেনিং ও পাশাপাশি মিক্সিং এর কাজ করে  মিক্সিং চেম্বারে অপটিক্যাল সেন্সরের মাধ্যমে আঁশ ফিডিং নিয়ন্ত্রণ করে থাকে। 

সর্বশেষ একটি সেকশন ইউনিট আঁশসমূহকে ডেলিভারি রোলারের মাধ্যমে পাইপ লাইন পরবর্তী ক্লিনিং মেশিনে পাঠানোর জন্য পৌঁছে দেয়।
Next Post Previous Post