বিভিন্ন টেক্সটাইল ফাইবারের অপদ্রব্যসমূহ?

বিভিন্ন টেক্সটাইল ফাইবারের অপদ্রব্যসমূহ?

প্রাকৃতিক ফাইবারের মূল উপাদানগুলো ছাড়া এতে প্রাকৃতিক ও প্রয়োগকৃত যে সকল উপাদান থাকে যা দূর করা না হলে ওয়েট প্রসেসে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হয় তাকে অপদ্রব্য বলে। ফাইবার ভেদে এ অপদ্রব্যের ধরন ও পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকেঃ
  • কটন ফাইবার (Cotton fibre)
  • উল ফাইবার (Wool fibre)
  • জুট ফাইবার (Jute fibre)
  • সিল্ক ফাইবার (Silk fibre)

কটন ফাইবার (Cotton fibre)

এটি একটি ইউনিসেলুলার ফাইবার। আর এ ফাইবারে অপদ্রব্য হিসেবে প্রোটিন, পেকটিন, তেল, চর্বি, মোম, অ্যাশ, খনিজ পদার্থ প্রভৃতি থাকে। 
টেক্সটাইল ফাইবার
টেক্সটাইল ফাইবার

উল ফাইবার (Wool fibre)

এটি একটি প্রাণিজ ফাইবার। আর এ ফাইবারে অপদ্রব্য হিসেবে ওয়াক্স, সুইন্ট, ডার্ট, বারস, খনিজ পদার্থ প্রভৃতি থাকে।

জুট ফাইবার (Jute fibre)

এটি মাল্টি সেলুলার ফাইবার। এতে অপদ্রব্য হিসেবে হেমিসেলুলোজ, লিগলিন, কালার পিগমেন্ট, রিজিয়াস ও অন্যান্য অপদ্রব্য বিদ্যমান থাকে। 

সিল্ক ফাইবার (Silk fibre)

এটিও একটি প্রাণিজ ফাইবার। সিল্কের অপদ্রব্যগুলো হল সেরিছিন, মোম, বারস, খনিজ প্রভৃতি থাকে।
প্রাকৃতিক ও কৃত্রিম এ সকল অপদ্রব্যগুলো বিভিন্ন ওয়েট প্রসেস যেমনঃ স্কাওয়ারিং, ব্লিচিং ইত্যাদির মাধ্যমে দূর করা হয়। 
Next Post Previous Post