টেক্সটাইল টেস্টিং এর উদ্দেশ্যসমূহ?
টেক্সটাইল টেস্টিং এর উদ্দেশ্যসমূহ?
নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য টেক্সটাইল পণ্যসামগ্রার বিভিন্ন প্রকার টেস্টের প্রয়োজনীয়তা অপরিসীম৷- অনুসন্ধান
- প্রক্রিয়ার উন্নয়ন
- উৎপন্ন দ্রব্যের পরীক্ষা
- বিশেষত্ব পরীক্ষা
- কাঁচামাল নির্বাচন
- প্রক্রিয়াকরণের নিয়ন্ত্রণ
অনুসন্ধান
গবেষণায় প্রাপ্ত টেস্টিং ফলাফলের সাহায্যে বস্ত্র প্রকৌশলীরা কী পথে অগ্রসর হলে এবং কোন পদ্ধতি অবলম্বন করলে উন্নত ও গুণগত মানসম্মত পণ্য উৎপাদন সম্ভব তা জানতে পারে৷প্রক্রিয়ার উন্নয়ন
বিভিন্ন মেশিনের আঙ্গিক পরিবর্তন সেটিং ইত্যাদি ব্যবহৃত কাঁচামালের মিশ্রণ প্রক্রিয়া প্রভৃতি পরিবর্তন সাধন করে উৎপন্ন টেক্সটাইল পণ্যের বৈশিষ্ট্য বারবার টেস্টিং এর মাধ্যমে প্রক্রিয়ার উন্নয়ন করা যায়৷উৎপন্ন দ্রব্যের পরীক্ষা
উৎপন্ন দ্রব্যাদি টেস্টিং এর মাধ্যমে টেক্সটাইল পণ্যের আদর্শমান বজায় রেখে ভোক্তার আশানুরূপ চাহিদা পূরণ সম্ভবপর হয়৷![]() |
টেক্সটাইল টেস্টিং |
বিশেষত্ব পরীক্ষা
প্রতিটি টেক্সটাইল পণ্যের একটি আদর্শ বৈশিষ্ট্য রয়েছে৷ যেমন ফাইবারের বৈশিষ্ট্য সুতার বৈশিষ্ট্য কাপড়ের বৈশিষ্ট্য ইত্যাদি৷ টেস্টিং এর মাধ্যমে যে কোন টেক্সটাইল পণ্যের বৈশিষ্ট্য বের করে তাকে আদর্শ বৈশিষ্ট্যের সাথে তুলনা করে তার গুণাগুণ সস্পর্কে অবগত হওয়ার যায়৷কাঁচামাল নির্বাচন
ভাল গুণাগুণ সম্পন্ন পণ্যসামগ্রী পেতে হলে কাঁচামালের গুণাগুণ অবশ্যই ভাল হতে হবে৷ টেস্টিং এর মাধ্যমে কাঁচামালের গুণাগুণ পরীক্ষা করে অপ্রতিহত উৎপাদন প্রক্রিয়া এবং সঠিক গুণাগুণ সম্পন্ন সর্বশেষ পণ্য পাওয়া যাবে৷ তবে তবে কৃত্রিম আঁশের ক্ষেত্রে কাঁচামাল টেস্টিং সাধারণত গুরুত্বপূর্ণ নয়৷প্রক্রিয়াকরণের নিয়ন্ত্রণ
উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে টেস্টিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ স্পিনিং ও ওয়াইন্ডি প্রক্রিয়ায় যাতে সুতা ছিঁড়ে তাঁতে বন্ধ না হয় সেজন্য উৎপাদনের প্রতিটি পর্যায় যেমন ল্যাপ স্লাইভার রোভিং এবং সুতা টেস্টিং এর মাধ্যমে গুণাগুণ নিয়ন্ত্রণ করতে হয় ফলে উৎপাদন ব্যাহত হয় না৷উপরোক্ত আলোচনা হতে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে টেক্সটাইল জগতে টেস্টিং এর আবশ্যকতা অপরিসীম।